ফেসবুকে বা অন্য কোথাও দেওয়া পাসওয়ার্ডটিকে দূর্বল মনে হচ্ছে? দূর্বল যেকোনো পাসওয়ার্ডকে নিমেষেই শক্তিশালী করে ফেলুন নিচের পদ্ধতিটি অনুসরণ করে!

বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে পাসওয়ার্ড দেবার সময় আমরা ব্যবহার করে থাকি খুব সাধারণ কিছু শব্দ বা নম্বর। কারণটা খুবই সহজ, জটিল পাসওয়ার্ড দিলে তা হয়তো পরবর্তিতে আপনার নিজেরই মনে থাকবে না! কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে আপনার এগারো ডিজিটের ফোন নম্বর বা কেবলমাত্র ছোট একটি শব্দকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করাটা মোটেও নিরাপদ নয়। এই লেখায় আমরা আপনাকে দেখাবো কীভাবে সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই আপনি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পাশাপাশি সেটাকে সহজে মনে রাখতে পারবেন।
সবার শুরুতে আপনাকে জানতে হবে যে একটি শক্তিশালী পাসওয়ার্ড আসলে কেমন হয়। একটি শক্তিশালী পাসওয়ার্ডে নিচের জিনিসগুলি থাকতে হবে:
১) পাসওয়ার্ডটিতে অবশ্যই বড় হাতের অক্ষর থাকবে,
২) ছোট হাতের অক্ষরও থাকবে,
৩) সংখ্যা থাকবে; আর অবশ্যই,
৪) স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টারগুলি কী? আপনার কি-বোর্ডে থাকা ২৬টি বর্ণ আর ১০টি সংখ্যা ছাড়া বাকি যা আছে সবই (যেমন, @, $, #, &, *) একেকটি স্পেশাল ক্যারেক্টার।
এখানে এসে অনেকেই ভয় পেয়ে যাবেন, পাসওয়ার্ডে ওসব ক্যারেক্টার দিয়ে ভরে রাখলে পাসওয়ার্ডটা মনে থাকবেতো? ভয় পাবেন না। এই লেখাটি সে বিষয়েই। ভাল করে লক্ষ করলে দেখবেন যে কিছু কিছু ক্যারেক্টারের সাথে ইংরেজি কিছু অক্ষরের বেশ মিল আছে। যেমন, @ এর মধ্যে আছে a, $ এর মধ্যে আছে s। ^ দেখতে A এর মাথার দিকটার মতো। ব্যাপারটাকে সহজ করে বলতে গেলে, আপনার পাসওয়ার্ডের মধ্যে যতগুলি a আছে সবগুলিকে @ দিয়ে বদলে দিন বা যতোগুলি $ আছে সবগুলিকে s দিয়ে বদলে দিন! আর হ্যাঁ, পাসওয়ার্ডটিকে কমপক্ষে আটটা বা তার বেশি ক্যারেক্টারের করার চেষ্টা করুন।
আমরা এখানে প্রতিবেদন লেখার স্বার্থে পাসওয়ার্ড হিসাবে নিচ্ছি ১৩ক্যারেক্টারের verifiedpress শব্দটিকে। যেটি পাসওয়ার্ড হিসাবে খুব একটা শক্তিশালী নয়। কিন্তু পাসওয়ার্ডটির শেষে দুইটি “s” রয়েছে। এটাকে বদলে verifiedpre$$ করে দিলেই মোটামুটি মানের একটি পাসওয়ার্ডে পরিণত হবে এটি।
এবার চলুন সংখ্যার ব্যাপারটিতে যাই। ইংরেজি সংখ্যা 1 (ওয়ান) আর অক্ষর I (আই) এর মধ্যে বেশ মিল রয়েছে! আমাদের নমুনা পাসওয়ার্ডে দুটি I আছে, সেগুলিকে 1 দিয়ে রিপ্লেস করে দিলে পাসওয়ার্ডটি হয়, ver1f1edpre$$। শেষে এসে একটা কাজই বাকি থাকে, একটা বড় হাতের অক্ষর! এই সমস্যার সমাধানটা সবচেয়ে সহজ! পাসওয়ার্ডের প্রথম অক্ষরটাকেই বড় হাতেই করে দিন! কাজ শেষ।
আর এভাবেই মাত্র কয়েক সেকেন্ডে verifiedpress এর মতন একটি সাধারণ পাসওয়ার্ড পরিণত হবে Ver1f1edpre$$ এর মতন শক্তিশালী একটা পাসওয়ার্ডে। যেখোনে বড় হাতের অক্ষর (V), ছোট হাতের অক্ষর (e, r, e, d, p, r, e), সংখ্যা (1) এবং স্পেশাল সিম্বল ($) রয়েছে। শুধু তাই না, আপনার কাছে রয়েছে অসংখ্য বিকল্প অপশন! E দেখতে 3 এর ঠিক উল্টো। e গুলোকে বদলে দিতে পারেন 3 দিয়ে। চাইলে একইভাবে i (আই) এর স্থানে ব্যবহার করতে পারেন বিস্ময়সূচক চিহ্ন “!”।
(লেখা সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের মন্তব্যের মাধ্যমে জানান।)
(ছবিসূত্র পাওয়া যায় নি}
Leave a Reply