এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচেলা মিউজিক ফেস্টিবল। ইতোমধ্যে সকল টিকেট বিক্রি হয়ে গিয়েছে। তবে এক ব্যক্তি সম্প্রতি বিজ্ঞাপন দেবার ওয়েবসাইট ক্রেইগলিস্টে এর টিকেট নিয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন যেটি অদ্ভুত এবং অনেকের জন্যেই বেশ অস্বস্তিকর! আর এ কারণেই ভাইরাল হয়েছে এই বিজ্ঞাপনের ব্যাপারটি।

ক্রেইগলিস্ট বিজ্ঞাপনের পোস্টটি মুছে ফেলেছে। তবে সাম লাইফ বিজ্ঞাপনটি আগেই কপি করে রেখে দেওয়ায় সেটি মুছে ফেলার পরেও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
বিজ্ঞাপনটি যিনি প্রদান করেছেন তার আসল নাম গর্ডন। তিনি বিজ্ঞাপনে জানান যে তার বয়স ৫৬, আর তার কাছে কোচেলা মিউজিক ফেস্টিবলের একটি অতিরিক্ত টিকেট রয়েছে। এতোদূর শুনে ঘটনাটা খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে, তাই না? একজন লোকের কাছে অতিরিক্ত একটি টিকেট রয়েছে। সে তো সেটা বিক্রি করতে চাইতেই পারে! ব্যাপারটি মোটেও সেরকম না। গর্ডন সেই টিকেটটি বিক্রি করতে চায় নি, সে টিকেটটি একজন “সঠিক ব্যক্তিকে” বিনামূল্যে দিতে চেয়েছে!
গর্ডন বিজ্ঞাপনে নিজের সম্পর্কে কিছু তথ্য প্রদান করে, যার বাংলা করলে দাঁড়ায়,
আমার কাছে দ্বিতীয় সপ্তাহের জন্যে একটি ভিআইপি টিকেট রয়েছে। আমি সঠিক ব্যক্তিকে বিনামূল্যে টিকেটটি দিতে চাই। আমি বেড়াতে যাবার জন্যে এবং সুন্দর কিছু সময় কাটানোর জন্যে একজন “সঙ্গিনী” খুঁজছি। আমি স্যুপ প্লান্টেশনে সুপারভাইজিং ম্যানেজারের চাকরি ছেড়ে দিয়েছি এবং আমার স্ত্রীকে তালাক দিয়েছি যার সাথে আমি ১১ বছর ধরে ছিলাম। আমি ৪ লাখ ১হাজার ডলার ব্যাংক থেকে তুলেছি এবং ঠিক করেছি এখন থেকে আমি জীবনের বাকি দিনগুলি শুধু আনন্দ করে কাটাবো! কোনোপ্রকার কাজ করবো না। শুধু মজা করবো! আমার বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ইন্ডিওতে ট্রপিকস মোটর মোটেলে একটি রুম ভাড়া করা আছে। আপনার যদি মনে হয় যে আপনি নিচের উল্লেখিত শর্তসমূহ পূরণে সক্ষম হন তাহলে আমাকে একটি মেইল পাঠান এবং সেখানে জানান আপনি কেন নিজেকে যোগ্য বলে মনে করছেন। আপনার সময়ের জন্যে ধন্যবাদ।
এ পর্যন্ত পড়ে মনে হতে পারে যে এমন জিনিস ইন্টারনেটে অনেক দেখা যায়! আসলেই, আপনার মেইলের স্প্যাম ফোল্ডারটি চেক করলে হয়তো এখণই এরকম দুয়েক ডজন মেইল বেশ করতে পারবেন। আচ্ছা, সেদিকে না গিয়ে আমরা গর্ডন যে শর্তসমূহের কথা বলেছেন তার কয়েকটাতে নজর দেই।
অবশ্যই ১৯ থেকে ২৫ বছর বয়সের একজন নারী হতে হবে।
শুরুতেই আগ্রহী পুরুষ প্রার্থীদের স্বপ্ন ভেঙ্গে দিলো গর্ডন।
কোচিলাতে যায় এমন মানুষদের মতন ভালো ফ্যাশনসেন্স থাকতে হবে। (যেমন: সুন্দর হেডব্যান্ড, ছোটো জিন্সের শর্টস, বিভিন্ন রংয়ের ব্রেসলেট, ইত্যাদি)
ফোনে কোচিলা শিল্পীদের গানের প্লেলিস্ট থাকলে ভালো হয়। আমরা যাত্রাপথে সেগুলি শুনতে পারবো।
ফ্যাশনসেন্সের ব্যাপারটা একটু বেশি হয়ে গেলো মনে হচ্ছে।
মুক্তমনা এবং সুবিধাবাদী ধরনের হতে হবে।
মাঝেমধ্যে হাত ধরলে সেটা নিয়ে সমস্যা করা যাবে না। (ধরুন, নির্দিষ্ট রোমান্টিক গানের ক্ষেত্রে বা ফেস্টিভেলে হাঁটার সময়)
ব্যাপারটা বোধহয় একটা অন্যদিকে চলে যাচ্ছে মিস্টার গর্ডন।
কাপড়ের রংয়ের সাথে মিলিয়ে হাত ও পায়ের নখ সুন্দরভাবে রং করা থাকতে হবে।
আমি খাবার হিসেবে স্যান্ডউইচ দেবো। তবে আপনি বাড়তি খাবার সাথে আনলে ভালো!
সামাজিকতা রক্ষা করলে খুবই ভালো। তবে অন্যান্য পুরুষদের সাথে বেশি আন্তরিকতা দেখানো যাবে না। কারো প্রতি কোনোপ্রকার বাড়তি আকর্ষণতো একেবারেই দেখানো যাবে না! (কোনো নিয়ম ভঙ্গ করলে ট্রপিক মোটর মোটেল রুমে ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে ফিরতি যাত্রাও বাতিল করা হবে।)
মিস্টার গর্ডন আসলে সঙ্গিনী খুঁজছেন নাকি ক্রীতদাস খুঁজছেন সেটা বোঝা যাচ্ছে না। তাকে জানানো উচিত যে ক্রীতদাস রাখার প্রথা এখন আর নেই।
এ কয়টি শর্ত যথেষ্ট হতে পারতো। কিন্তু গর্ডন মনে করেছেন আরো কিছু শর্ত দেওয়া উচিত। ভয়াবহ শর্তগুলিকে তিনি শেষের জন্যে রেখে দিয়েছেন।
মাঝেমধ্যে অনেকক্ষণ ধরে চোখে চোখ রাখতে হবে।
প্রতিদিন অন্তত একবার আমাকে চিরুনি দিয়ে আপনার চুল আঁচড়াতে দিতে হবে। (অবশ্যই দিতে হবে এমন কোনো কথা নেই, তবে দিলে ভালো।)
কোনোপ্রকার নেশা করা যাবে না, তবে গাঁজা খেলে সমস্যা নেই!
আমাদের অন্তত চারটি ছবি তুলতে হবে এবং তা আপনার ইন্সটাগ্রামে পোস্ট করতে হবে।
ব্যক্তিগত সাজ যেমন পায়ের নখ কাটা, ভ্রুঁ-প্লাক করা বা ঠোঁটে লিপস্টিক লাগান আমার সামনে করতে হবে।
ফেস্টিবল চলাকালীন অন্তত একবার, আপনাকে ঘাড়ে তুলতে দিতে হবে যাতে করে আপনি স্টেজটি ভালোভাবে দেখতে পারেন। (ইন্সটাগ্রামে ছবি তোলার জন্যে ঐ মুহূর্তটি সবচেয়ে ভালো হয়)
কিছু বলার ভাষা নেই। পাঠকদের জন্যে কেবলমাত্র বাকি শর্তগুলি তুলে দিচ্ছি।
ফেস্টিবল চলাকালীন অন্তত দুইবার মজার ছলে আপনাকে বলতে হবে যে “আমি দুষ্টু”।
ফেস্টিবল চলাকালীন অন্তত একবার আপনাকে বলতে হবে যে, “আমি জানতাম না এটি কেমন হবে, তবে আমার সময়টা আসলে ভালোই কাটছে।”
পার্টি করার জন্যে সবসময় প্রস্তুত থাকতে হবে!
এটি লিখে গর্ডন তার শর্তের তালিকা শেষ করেন। একেবারে শেষে তিনি লিখে দেন যে ভ্রমণের সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন এবং তিনি ওয়েস্ট কোভিনায় থাকেন।
ছবি: হাগ-ইউ
আপনারা কেউ কী গর্ডনের এই যাত্রাপথে তাকে সঙ্গ দিতে আগ্রহী? পুরোটা পড়ার পর আপনাদের প্রতিক্রিয়া আমাদের সাথে শেয়ার করুন নিচের মন্তব্য বক্সে অথবা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।
Leave a Reply