নিঃসন্দেহে আইফোন আজ সফলতার চূড়ায় উঠেছে তার অসাধারণ সব ফিচারের কারণে। তবে সাধারণ অনেক ব্যবহারকারীই আইফোনের অসাধারণ এই ফিচারগুলো সম্পর্কে জানেন না। জনপ্রিয় ওয়েবসাইট ব্রাইটসাইড অবলম্বনে আইফোনের অসাধারণ সব অজানা ফিচার সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের আজকের এই প্রতিবেদন।

অ্যাপলের ডিজাইন করা স্মার্টফোনগুলো অনেক দিন আগেই মোবাইল মার্কেটে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে প্রায় প্রতিটি ছোট-বড় শহরের মানুষই আইফোন ব্যবহার করে। যাই হোক, বেশিরভাগ আইফোন ব্যবহারকারীই জানেন না তাদের ব্যবহার করা আইফোনটি আসলে কত শক্তিশালী একটি ডিভাইস। আমরা আজ আইফোনের এমন কিছু অবিশ্বাস্য ট্রিকস নিয়ে কথা বলবো যেগুলো আপনার আইফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো অসাধারণ করে তুলবে।
চলুন জেনে নেয়া যাক এমন ১০টি ট্রিকস…
১. মিউজিকের টাইমার সেট করা:
এখন আপনি চাইলে নিশ্চিন্তে আপনার প্রিয় গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারেন। সারারাত গান বেজে তা আপনার ঘুমের বারটা বাজাবে না। শুধুমাত্র ক্লক অ্যাপ খুলে আপনি কতক্ষণ গান শুনতে চান তা সেট করুন। তারপর “When Timer Ends”-এ প্রেস করুন। এরপর রিংটোন সিলেক্ট করার পরিবর্তে নিচ পর্যন্ত স্ক্রল করে “Stop Playing” অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারেন। বাকি কাজটা আপনার ফোন নিজেই করে ফেলবে।
২. পছন্দের ভাইব্রেশনটি বেছে নেয়া:
টেক্সট মেসেজের জন্যে আইফোন গতানুগতিকভাবেই ভাইব্রেট করে। কিন্তু ভাইব্রেশনের প্যাটার্ন চাইলেই আপনি নিজের পছন্দমত বেছে নিতে পারেন।
#ফোনের সেটিংস অ্যাপটি চালু করুন। তারপর “Sounds”-এ প্রেস করুন এবং “Sound and Vibration” তালিকা থেকে এলার্ট টাইপ সিলেক্ট করুন। ভাইব্রেশনে প্রেস করে “Create New Vibration”-এ যান।
#এরপর রেকর্ডিং চালু করে আপনি যে প্যাটার্নে ভাইব্রেশন চান সে প্যাটার্নে স্ক্রিনে স্পর্শ করুন। এবার রেকর্ডিং বন্ধ করে প্যাটার্ন সেভ করুন। এছাড়াও আপনি ফোনবুকের সকল কন্টাক্টের জন্যেই পছন্দসই ভাইব্রেশন সিলেক্ট করতে পারেন।
৩. ফোন লক থাকা অবস্থায় ভিডিও রেকর্ডিং:
আপনি যদি কাউকে না জানিয়ে ভিডিও রেকর্ডিং বা ছবি তুলতে চান তাহলে নিচের ধাপগুলো অবলম্বন করুন-
#ফোন লক থাকা অবস্থায় Shutter বাটনে প্রেস করুন। নিচের ডান দিকের ক্যামেরা আইকনটি কিছুটা উপরে টেনে এনে ধরে রাখুন।
#টেনে রাখা অবস্থায় ভিডিও মোড অন করুন।
#হোম বাটনে তিনবার ডাবল প্রেস করুন।
#স্ক্রিন বন্ধ না হওয়া পর্যন্ত ক্যামেরা আইকনটি ধরেই রাখুন। মনে রাখবেন ইতিমধ্যে ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেছে।
#রেকর্ডিং বন্ধ করতে সাধারণভাবে ফোন আনলক করুন।
৪. গেমসের বিরক্তিকর অ্যাড ব্লক করা:
বিভিন্ন অ্যাপ চালাতে বা গেমস খেলতে গিয়ে কি আপনি অ্যাডের কারনে বিরক্ত হচ্ছেন? হয়ে থাকলে মোবাইলের অ্যাডগুলিকে ব্লক করে আপনি এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারেন। এজন্যে এয়ারপ্লেন মোড অন করে অথবা ডাটা কানেকশন অফ করে বিরক্তিকর অ্যাড ছাড়াই আপনি বেশিরভাগ গেমস খেলতে পারবেন।
৫. ইমারজেন্সি কল করা:
আইফোনের মেডিক্যাল আইডিফিচারটি চালু রাখলে এবং ফিচারটিতে থাকা ফর্ম পূরণ করলের কাজটি করে রাখলে তা আপনার জীবনও বাঁচাতে পারে। এটি আপনার গুরুত্বপূর্ণ মেডিকেল তথ্যাদি এমনভাবে জমা রাখে যাতে মাত্র একবার ইমারজেন্সিতে প্রেস করলেই সব তথ্য পাওয়া যায়। আপনার অবশ্যই উচিত কমপক্ষে রক্তের গ্রুপটি সেখানে লিখে রাখা।
৬. আইফোনে ওয়াইফাই স্পীড বাড়ানো:
Wi-Fi assist ফাংশনটি চালু করে রাখলে যখন ওয়াইফাই সিগনাল খারাপ থাকে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনি সেলুলার কানেকশনে সুইচ করতে পারেন।
৭. ব্রাইটনেস স্বাভাবিকের চেয়ে নিচে নামানো:
যদি ফোনের সর্বনিম্ন ব্রাইনেসও যদি আপনার চোখের জন্যে অস্বস্তিকর বলে মনে হয় তবে আপনি তা আরো কমিয়ে নিতে পারেন।
#সেটিংস চালু করে “General” ট্যাবে যান। তারপর “Accessibility” হয়ে “Zoom” অপশনে যান।
#নিচে স্ক্রল করে “Show controller setting” চালু করুন।
#আগের মেনুতে ফিরে যান এবং স্ক্রল করে “Accessibility Shortcut”-এ যান এবং “zoom” ফাংশন চালু করুন।
#তারপর হোম বাটনে তিনবার ক্লিক করুন এবং গোলাকার কন্ট্রোলারটিকে চালু করে একে সর্বনিম্নে নিয়ে যান এবং “choose filter” এ প্রেস করুন।
#লো-লাইট সিলেক্ট করে কন্ট্রোলার সরিয়ে ফেলুন।
৮. হ্যাং হওয়া ফোন রিস্টার্ট করা:
আপনার ফোনটি হ্যাং করলে বা কাজ করতে না চাইলে ফোনটিকে কিছু সময় বিশ্রাম দিন। এক্ষেত্রে ফোনটি স্বাভাবিকভাবে রিস্টার্ট নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি পাওয়ার বাটন ও হোম বাটন স্ক্রিন বন্ধ না হয়া পর্যন্ত একসাথে চেপে ধরে রাখুন। এবার আপনার ফোনটি রিবুট হবে এবং আপনি অ্যাপল লোগোটি দেখতে পারবেন।
[বিঃদ্রঃ এই প্রসেসটি বারবার না ব্যবহার করাই আপনার ফোনের জন্যে উত্তম।]৯. সদ্য বন্ধ করা ট্যাব পুনরায় চালু করা
যদি আপনি ভুলে আপনার সাফারি ব্রাউজারের একটি ট্যাব বন্ধ করেন বা সদ্য বন্ধ করা ট্যাবটি আবার ফিরিয়ে আনতে চান তবে শুধু মাত্র স্ক্রিনের নিচের প্লাস বাটনটি প্রেস করে ধরে রাখুন।
১০. প্যানারোমা মোডের ডিরেকশন পরিবর্তন করা
ছবি তোলার পূর্বে শুধু মাত্র স্ক্রিনের তীর চিহ্নে প্রেস করে আপনি প্যানারোমা মোডের ডিরেকশন পরিবর্তন করতে পারবেন।
লেখা: মো: আসাফ উদ দৌলা আশিক
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply