সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দবাজার পত্রিকার নাম সহ একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেশে “ফেয়ার নির্বাচন” হলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভরাডুবি হবে, এমনটা দাবি করা হচ্ছে। ছবিটা কতটা সত্যি?

ভারতের জনপ্রিয় আনন্দবাজার পত্রিকার একটি ছবি ইদানিং ফেসবুকে বেশ ছড়িয়ে পড়েছে। আপাতদৃষ্টিতে সাধারণ একটা ছবি বলে মনে হলেও প্রথম সংবাদটিতে চোখ আটকে যায়। শিরোনাম, “বাংলাদেশে ৫০% ফেয়ার নির্বাচন হলেও ক্ষমতাসীনদের পরাজয় নিশ্চিত”। এমন শিরোনাম, তাও আবার আনন্দবাজার পত্রিকা! অবাক হতেই হয়।
তবে ভালোভাবে ছবিটার দিকে তাকাতেই একটু খটকা লাগে। কারণটা বেশ সহজ। বাজে কোয়ালিটির ছবিটাতে শিরোনাম আর উপরে বড় করে “আনন্দবাজার পত্রিকা” লেখা বাদে আর কোনোকিছু পড়ার জো নেই! কিন্তু আমরা পড়তে পারছি না বলে পুরো সংবাদটিকে ভুয়া বলবো কীভাবে? তাই ভেরিফাইড প্রেসের অনুসন্ধান অব্যাহত থাকলো। ফেসবুকে ব্যাপক খোঁজাখুজির পর ছবিটার আরও দুটি ভার্সন পাওয়া গেলো, এবং ছবির আকার চেক করার পর আমরা নিশ্চিত হতে পারলাম যে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ছবিটাকে এমনভাবে করে “এডিট করা” হয়েছে যাতে ভেতরকার লেখাগুলো পড়া সম্ভব না হয়। ভেরিফাইড প্রেসের অনুসন্ধানে খুঁজে পাওয়া দুই আপলোডকারীর প্রোফাইলে ঢুঁ মেরে আমরা বুঝতে পারি যে তারা দুজনই বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে স্ক্রিনশটে তাদের নাম/পরিচয় ঝাপসা করে দেওয়া হলো।
এবার প্রথম সংবাদটা বাদে অন্যান্য সংবাদগুলির দিকে একটু নজর দেওয়া যাক। বাম পাশে একটি লেখার শিরোনাম “সুরক্ষা বিধি মেনে চলুন, মমতাকে বোঝাতে যাবে পুলিশ”। নিচে আরেকটি সংবাদের শিরোনাম “চাওয়া আসনে খুশি নন সনিয়াও”। অন্য দুটি সংবাদ হচ্ছে “হয়ে ওঠায় উদ্বেগ সিপিএমে” আর “সুরক্ষা দিতে ব্যর্থ কনভয়, ক্ষুব্ধ মুরলীরা”। উল্লেখ্য, প্রথম আর শেষ শিরোনাম দুটোয় বাক্যগঠনের দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় শিরোনাম দুটো কোনো অর্থই দাঁড় করায় না। তৃতীয় শিরোনামটিকে দেখে মনে বোঝা যায় যে সেটি একটি শিরোনামের শেষাংশ।
বিতর্কিত হেডলাইন থাকা সংবাদটিকেও আমরা আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে খুঁজে পাইনি। এটা বেশ স্পষ্ট যে আনন্দবাজার এরকম কোনো সংবাদ করেনি। ফেসবুকে যে ছবিটা ভাইরাল হয়েছে সেটি অত্যন্ত কাঁচা হাতে তৈরি করা একটি মিথ্যা ছবি। ভেরিফাইড প্রেসের নিয়মিত পাঠকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ফেসবুকে এসব সংবাদ দেখে বিভ্রান্ত না হবার জন্যে। আপনাদের চোখে যদি সন্দেহজনক কোনো সংবাদ, ছবি বা ভিডিও চোখে পড়ে তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারেন। আমরা সেটির সত্যতা যাচাই করে দেবো।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply