আসামে একজন ৬৮ বছর বয়সি মুসলমানকে গরুর মাংস বিক্রির অভিযোগে মারধরের পর জোর করে শুকরের মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে৷ একদল উচ্ছৃঙ্খল জনতা এই কাজ করছে বলে লিখেছে ভারতের স্কুপউপ এবং দ্য হিন্দু পত্রিকা৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি গত দু’দিন থেকেই ঘুরছিল৷ মঙ্গলবার ভারতের দ্য হিন্দু এবং স্কুপউপ পত্রিকা সেই ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে৷
আসামের বিশ্বনাথ জেলার একটি মাংসের দোকানের মালিক ৬৮ বছর বয়সি শওকত আলীকে মারধর করেছে একদল উচ্ছৃঙ্খল জনতা৷ অভিযোগ, তিনি নাকি গরুর মাংস বিক্রি করছিলেন৷ এই অভিযোগের সত্যতা নিশ্চিত না হওয়া গেলেও কাদার মধ্যে বসে থাকা আলীকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে৷ সেখানে তিনি বাংলাদেশি কিনা তা নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শোনা গেছে৷
A man identified as Shaukat Ali was attacked by a mob for allegedly selling beef in Assam’s Biswanath Chariali, according to Assam Police. pic.twitter.com/Fz1H2irnE4
— jagisha (@jagishaarora) 8. April 2019
দ্য হিন্দু লিখেছে, ‘‘গত রবিবার দুপুরে এই ঘটনা ঘটলেও সোমবার এসংক্রান্ত ভিডিও প্রকাশের পর বিষয়টি জানাজানি হয়৷ আহত শওকত আলীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে৷’’
এই বিষয়ে জেলাটির এক কর্মকর্তার বক্তব্যও প্রকাশ করেছে দ্য হিন্দু৷ তিনি বলেছেন, ‘‘আমরা উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচজনকে তুলে এনেছিলাম৷ পরে ভালো ব্যবহার করার বন্ড স্বাক্ষর করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে৷’’
দ্য হিন্দুর বরাতে স্কুপউপ লিখেছে, ‘‘উচ্ছৃঙ্খল জনতা আলীকে নির্যাতনের পর জোর করে শুকরের মাংস খাইয়েছে৷’’
ইতোমধ্যে এই ঘটনা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ বিষয়টির তদন্তও করছে তারা৷
Leave a Reply