নিরাপদ সড়কের দাবিতে সারাদেশ ব্যাপী ৬ষ্ঠ দিনের মতো চলছে স্কুল কলেজপড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন দিয়ে আন্দোলনের সাথে যোগ দেয় বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

আজ ধানমন্ডির সাত মসজিদ রোডে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে।
বেলা ১১ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় ইউল্যাব ক্যাম্পাস বি-এর সামনে। এরপর পোস্টার, ব্যানার নিয়ে “দুনিয়ার ছাত্র এক হও”, “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে”, “নিরাপদ সড়ক চাই, রাজপথ ছাড়ি নাই”, “মন্ত্রী তোমার ক্ষমা নাই, পদত্যাগ দেখতে চাই”, “উই ওয়ান্ট জাস্টিস” ইত্যাদি স্লোগান দিয়ে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন করে।
শান্তিপূর্ন আন্দোলনের কার্যক্রম শেষে সব শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে তাদের ক্যাম্পাসের সামনে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। এরই মধ্যে একদল বহিরাগত ইউল্যাবের শিক্ষার্থীদের বেদম মারধোর শুরু করে। এ অবস্থায় আক্রান্ত শিক্ষার্থীদেরকে বাঁচাতে আশেপাশের সব শিক্ষার্থী ছুটে আসে। পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করলে বহিরাগতরা লাথি মেরে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। কিছু শিক্ষার্থী এসব মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও করতে গেলে তাদের দিকে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্যবর্ধনে ব্যবহৃত টব ছুঁড়ে মারে আক্রমণকারীরা।
ইউল্যাব ক্যাম্পাসে বহিরাগতদের হামলায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। হামলার শিকার হবার পর পর শিক্ষার্থীরা কথা বলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রক্টর এ এফ এম মনিরুজ্জামান শিপুর সাথে। শিক্ষার্থীদের ওপর এই হামলা খুবই দুঃখজনক উল্লেখ করে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি।
প্রতিবেদক: কানিজ ফাতেমা
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply