আপনার ইন্টারনেট স্পিড নিয়ে কি আপনি হতাশ? প্রতি মাসে ইন্টারনেটের পেছনে প্রচুর টাকা ঢালা সত্ত্বেও বিভিন্ন ওয়েবসাইট লোড নিতে অনেক সময় নেয়? আপনার মন্থর ইন্টারনেট ব্রাউজিং স্পিড বাড়ানোর সমাধান নিয়ে আলোচনা করা হবে আমাদের এই ব্লগ পোস্টে।

ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজিংয়ের মন্থর গতিকে বৃদ্ধি করতে আমাদের সমাধান হিসেবে আমরা ব্যবহার করবো ক্লাউডফেয়ারের একটি নতুন ডিএনএস সার্ভার। আপনার ডিভাইস সম্পর্কে অল্পবিস্তর কিছু ধারণা থাকলে আপনি নিজেই এটি করতে পারবেন একেবারে অল্প সময়ের মধ্যেই! চলুন জেনে নেওয়া যাক ডিএনএস বদলানোর উপায়।
সরাসরি ল্যান পোর্টের মাধ্যমে উইন্ডোজে ইন্টারনেট ব্যবহার করলে করণীয়:
আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার পিসির বামপাশের একেবারে নিচে থাকা স্টার্ট বাটনে ক্লিক করুন। সেখান থেকে যান নেটওয়াকর্স অ্যান্ড সেটিংসে। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে গেলে আপনার কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট সবগুলি নেটওয়ার্কের নাম দেখতে পাবেন। আপনি যে নেটওয়ার্কটির সাথে বর্তমানে সংযুক্ত আছেন সেটির উপর রাইট মাউস ক্লিক করে প্রোপার্টিজে যান। তারপর সিলেক্ট করুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন ৪ (ভার্সন ৬ ব্যবহার করে থাকলে সেটিকে সিলেক্ট করতে হবে)। এবার আবারও প্রোপার্টিজ বাটনে ক্লিক করলে আপনার বর্তমানে ব্যবহার করা ডিএনএস সার্ভারগুলির নাম দেখতে পাবেন।
একটি কাগজে বা ডেস্কটপে নোটপ্যাড চালু করে আপনার বর্তমান ডিএনএস সার্ভারের ঠিকানাগুলি লিখে রাখুন। তারপর ডিএনএস সার্ভারের এড্রেসগুলিকে যথাক্রমে 1.1.1.1 এবং 1.0.0.1 দিয়ে বদলে দিন। [আইপি ভার্সন ৬ ব্যবহারকারী হলে ডিএনএস সার্ভারের ঠিকানাগুলি হবে 2606:4700:4700::1111 এবং 2606:4700:4700::1001।] এবার প্রথমে ওকে বাটনে ক্লিক করুন এবং তারপর ক্লোজ বাটনে ক্লিক করুন। এটি করার সময় ব্রাউজার চালু করা থাকলে সেটিকে বন্ধ করে আবার চালু করতে হবে।
তবে বাসায় ওয়াইফাই রাউটার থাকলে আমার পরামর্শ থাকবে রাউটারেই ডিএনএস সার্ভার দুটিকে এড করে নেওয়া। এতে করে সেই রাউটারে সংযুক্ত থাকা প্রতিটি ডিভাইসের সেটিংস আলাদাভাবে বদলানোর প্রয়োজন পড়বে না।
রাউটারের সেটিংস বদলাতে চাইলে করণীয়:
১) প্রথমে আপনার রাউটারের ডিফল্ট গেটওয়ে এড্রেসটি খুঁজে বের করুন। টিপি লিংকসহ বেশিরভাগ রাউটারের ক্ষেত্রে এই এড্রেসটি হবে 192.168.0.1। ডি লিংকসহ বেশ কিছু রাউটারের ক্ষেত্রে এড্রেসটি 192.168.1.1। আপনার রাউটারের নিচে লাগানো স্টিকারে কিংবা রাউটারের প্যাকেট, ইউজার ম্যানুয়ালে এটি খুঁজে পাবেন।
২) ডিফল্ট গেটওয়ে খুঁজে বার করার পর রাউটারের সেটিংস পাতায় ঢোকার জন্যে রাউটারে সংযুক্ত যেকোনো ডিভাইস থেকে ব্রাউজারের ওয়েব এড্রেসে সেটি লিখুন। ইউজারনেম আর পাসওয়ার্ড দুটোই বেশিরভাগ ক্ষেত্রে থাকে admin। এটি কাজ না করলে রাউটারের পেছনে, প্যাকেটে বা ইউজার ম্যানুয়ালে আপনার রাউটারের সেটিংস পাতার পাসওয়ার্ড খুঁজে পাবেন।
৩) সেটিংস পাতা থেকে DHCP বা Primary DNS লেখা পাতাটি খুঁজে বের করুন। সেখানেই আপনি দুটি ডিএনএস বসানোর জায়গা দেখতে পাবেন। আমাদের পাঠকদের সুবিধার্থে টিপি লিংক, ডি লিংক এবং নেটগিয়ারের সেটিংস পাতা থেকে ডিএনএস বদলানোর ভিডিও নিচে দিয়ে দেওয়া হলো। ভিডিওতে যেই ডিএনএসই বসানো হোক না কেনো, আপনি কাজটি করার সময় প্রাইমারি ডিএনএস হিসেবে 1.1.1.1 এবং সেকেন্ডারি ডিএনএস হিসেবে 1.0.0.1 ব্যবহার করুন।
টিপি লিংক:
ডি-লিংক:
নেটগিয়ার:
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply