ইংল্যান্ডের একজন ভোক্তা কেএফসির বিরুদ্ধে খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ এনেছেন। প্রমাণ হিসেবে তিনি দেখিয়েছেন নিজের তোলা ছবি।

প্রায় দিনের মতন জর্ডাশ আলিও হেনরি ইংল্যান্ডের ডানস্টেবলের হোয়াইট লায়ন রিটেইল পার্কে থাকা কেএফসির শাখা থেকে তার দুপুরের খাবার হিসেবে একটি জিঞ্জার ব্যুরিটো কেনেন। খাবার খাওয়ার সময় হঠাৎ ভেতরকার একটি কালো বস্তুর দিকে তার চোখ পরে। পরবর্তীতে তিনি বুঝতে পারেন সেটি আসলে কী!
ঘটনাটিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। বিবিসির সংবাদের বরাতে জানা যায়, কেএফসি ইতোমধ্যেই ক্ষমা চেয়ে বিবৃতি প্রদান করেছে। যেখানে বলা হয়, “তাজা, প্রাকৃতিক উপাদান দিয়ে খাবার তৈরি করতে গেলে এরকম অনাকাঙ্খিত ঘটনা মাঝেমধ্যে ঘটতে পারে।”
অন্যদিকে ২৫ বছর বয়সী তরুণী হেনরি বিবিসিতে জানায়, “আমার মনে হচ্ছিলো এটা দেখে আমি বমি করে দেবো। আমি সেই স্থানে কামড় দেবার ঠিক আগমূহুর্তে জিনিসটা আমার চোখে পরে। লেটুস পাতায় থাকা কালো বস্তুটা কি সেটা বোঝামাত্রই আমি গাড়ি চালিয়ে কেএফসির সেই শাখায় চলে যাই।”
তবে কেএফসিতে যাবার পর কর্মকর্তারা তাকে বারবার কালো বস্তুটা তেলাপোকা নয় বলে বোঝানোর চেষ্টা করে বলে জানান তিনি। তবে তারা তেলাপোকা না হলে সেটি কী, সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেন না। সবশেষে তাকে ব্যুরিটোর পয়সা হিসেবে ছয় পাউন্ড ফিরিয়ে দিয়ে খাবারটি ফেরত নিয়ে নেয় কেএফসি।
অনলাইনে কেএফসিকে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ পাঠিয়েছেন মিস হেনরি। তার অভিযোগের জবাবে কেএফসির একজন মুখপাত্র এক বিবৃতিতে জানায়,
“খাবারের মান এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তাজা, প্রাকৃতিক উপাদান দিয়ে খাবার তৈরি করতে গেলে এরকম অনাকাঙ্খিত ঘটনা মাঝেমধ্যে ঘটতে পারে।”
তিনি আরো বলেন, “মিস হেনরির এই বাজে অভিজ্ঞতার ব্যাপারে আমরা দুঃখপ্রকাশ করছি। আমাদের কেএফসি টিম ব্যাপারটি জানতে পেরে সাথে সাথিই তাকে আরেকটি খাবার অফার করেছে।”
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply