ঘুরে বেড়াতে ভালোবাসি আমরা সবাই। আবার কোথাও বেড়াতে গিয়ে মাঝেমধ্যে পুরো বেড়ানোটাই মাটি হয়ে যায় কিছু জিনিস নিতে ভুলে যাই বলে। এই লেখায় আলোচনা করা হয়েছে এমন দশটি জিনিস নিয়ে।

একটা অনুভূতির সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। ধরেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন। এয়ারপোর্টে বসে থাকার সময় হঠাৎ করেই মনে পড়বে যে আপনি আপনার মোবাইল ফোন, ল্যাপটপ বা ক্যামেরার চার্জারটা বাড়িতে ফেলে এসেছেন! বা সকালে উঠে দাঁত মাজার ব্রাশটাই হয়তো সাথে করে আনেন নি। পেস্ট, ব্রাশ, সাবান, স্যাম্পু হলে একটা ব্যবস্থা নাহয় করা যায়। কারণ এগুলি সব জায়গায় বেশ অল্প দামের মধ্যেই পাওয়া সম্ভব। কিন্তু কিছু কিছু জিনিস আছে যা আনতে ভুলে গেলে বেশ বড়-সড় ঝামেলা পোহাতে হয়! এরকম দশটি জিনিস নিয়ে আজকের প্রতিবেদন।
১. একটি ব্যবহৃত মোবাইল ফোন
তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ছাড়া আমাদের একেবারেই চলে না। আমরা বেশিরভাগই ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার ব্যবহার না করে থাকতে পারি না। পাশাপাশি অপরিচিত কোনো স্থানে বেড়াতে গেলে গুগল ম্যাপস ছাড়াতো সেকেন্ডে সেকেন্ডে হারিয়ে যেতে হয়! তবে আমাদের বেশিরভাগের স্মার্টফোনেরই কিছু সমস্যা থাকে। প্রথমত, এগুলি বিশালাকৃতির হয়। ব্যাটারি ব্যাকআপ নিয়েও যথেষ্ট সমস্যা থাকে। সবচেয়ে বড় কথা, এগুলি দামী ডিভাইস। এসব কারণে কোথাও বেড়াতে যাবার সময় একটি সেকেন্ড-হ্যান্ড ফোন সাথে রাখা ভালো। কারণ, আগেকার মোবাইল ফোনগুলি কিছু করতে পারুক বা না পারুক সেগুলির ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। জরুরী প্রয়োজনে কল দিতে গিয়ে চার্জ আছে কি নেই সেটা নিয়ে চিন্তা করতে হবে না। পাশাপাশি কম দামী মোবাইল ফোন পকেটে দেখলে ছিনতাইকারীরাও দূরে দূরে থাকবে।
২. ইউএসবি পোর্টওয়ালা ট্রাভেল অ্যাডাপ্টার
কোথাও বেড়াতে গেলে আমরা সবচেয়ে বড় বিপাকে পড়ি চার্জার নিতে ভুলে যাওয়ায়। আর সবসময় মোবাইল ফোন বা ল্যাপটপের চার্জারও খুঁজে পাওয়া যায় না। কারণটা সহজ; একেকটা মোবাইল ফোন, ল্যাপটপ একেক রকমের চার্জার ব্যবহার করে। প্রত্যন্ত কোনো এলাকায় গিয়ে চিকন পিনের চার্জার বাদে অন্য কোনোকিছু খুঁজে পাওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়াবে! আর আপনি আইফোন ব্যবহারকারী হলে বা ফোনের চার্জিং পোর্ট ইউএসবি সি হলেতো কথাই নেই। ফোন ছাড়াই ঘুরে বেড়াতে হবে।
৩. ড্রাই ব্যাগ
কোথাও বেড়াতে গিয়ে প্রায়ই পানিতে নামার প্রয়োজন পড়ে। আপনার দোষ কোথায় বলুন? সামনে সমুদ্র ডাকছে যে! অথবা ধরুন সুন্দর একটি ঝরনার সামনে দাঁড়িয়ে আছেন। পানিতে না নামতে পারলেই বরং খারাপ লাগবে। এমন অবস্থায় সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোনের মতন ডিভাইসগুলিকে রক্ষার জন্যে রাখতে পারেন পানি নিরোধক একটা ব্যাগ। সাথে আরো রাখতে পারেন আপনার ফোনের জন্যে একটি পানি-নিরোধক কেস। পানির নিচে রয়েছে একটি ভিন্ন জগৎ। বেড়াতে গিয়ে তার কিছু ছবি তুলতে পারলে মন্দ হয় না। কি বলেন?
৪. আর্দ্র টিস্যু
বেড়াতে গিয়ে অন্য সব জিনিসপত্র নিতে মনে থাকলেও এই একটা জিনিসের ব্যাপারে আমরা কম বেশি সবাই ভুলে যাই। অথচ শুকনো টিস্যুর বদলে ভেজা টিস্যু ব্যবহার করলে অনেক সময় কিছু কাজ অনেক সহজ হয়ে যায়। মেয়েরা সহজেই মেকআপ মুছতে ব্যবহার করতে পারবেন এটি। এছাড়াও হাজার ঘোরাঘুরির পরে মুখে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করতে আর্দ্র টিস্যুর জুড়ি নেই! পাশাপাশি পরিষ্কার রাখতে পারবেন আপনার মোবাইল ফোন, ক্যামেরার লেন্স সহ অন্যান্য অনেক কিছুই।
৫. স্লিপিং ব্যাগ
স্লিপিং ব্যাগ জিনিসটা বেশ দামী হলেও পাহাড়ে চড়তে হলে বা ক্যাম্পিংয়ে যাবার নেশা থাকলে একটা কিনে ফেলা ভালো। স্লিপিং ব্যাগ ব্যবহার করলে অন্তত মশার কামড় আর ঠাণ্ডা থেকে নিজের শরীরকে রক্ষা করতে পারবেন।
৬. পকেট নাইফ
বেড়াতে গেলে সাথে করে একটি পকেট নাইফ রাখা ভালো। এটি যেমন সহজে বহনযোগ্য তেমনি কোথাও ক্যাম্পিং-এ গেলে ব্যাপক কাজে লাগবে।
৭. টুইজার ও নেইল কাটার
টুইজার ও নেইল কাটারের গুরুত্বটা এগুলি যখন খুঁজে পাওয়া যায় না শুধু তখনই বোঝা যায়। জিনিসগুলি আকারেও ছোটো। ব্যাগের খুব বেশি জায়গা নষ্ট করবে না। কোথাও বেড়াতে যাবার সময় মনে করে সাথে করে নিয়ে যান।
৮. বারবার ব্যবহারযোগ্য পানির বোতল
ক্যাম্পিং বা ট্রেকিংয়ে গেলে পর্যাপ্ত পানি পান করার দিকে নজর রাখা উচিত। এজন্যে মিনারেল ওয়াটারের পাতলা প্লাস্টিকে তৈরি বোতলের উপর ভরসা না করে বারবার ব্যবহার করা যায় এমন ভালো পানির বোতল সাথে করে নিয়ে যান।
৯. একটি ভালো হ্যান্ডব্যাগ
কোথাও ঘুরতে গেলে আমাদের অনেক সময় একই সাথে অনেক কিছু করতে হয়। দেখা যাবে আজ পাহাড়ে চড়ছেন। অথচ পরেরদিনই অন্য কোথাও যেতে হবে। এতো এতো কাজ নিয়ে যাবার সময় একটি ব্যাগে করে সবকিছু নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। এজন্যে একাধিক ব্যাগ বহন না করে আপনার চাহিদা অনুযায়ী নিজের জন্যে ভালো একটি হ্যান্ডব্যাগ কিনুন যাতে প্রয়োজনীয় সবকিছু নেওয়া সম্ভব।
১০. স্যান্ডেল
এটাই এই তালিকায় থাকা প্রতিদিন ব্যবহার করা জিনিসগুলির মধ্যে একটা যেটি আপনি সবসময় নিতে ভুলে যাবেন! আপনি যেখানেই যান না কেন, যাই করেন না কেন, স্যান্ডেল আপনার লাগবেই। কনভার্স বা আপনার দামী চামড়ার জুতোটি পরা অবস্থায় অবশ্যই গোসল করতে পারবেন না, তাই না?
[আপনার কী মনে হচ্ছে কোনোকিছু বাদ পড়ে গিয়েছে? নিচের মন্তব্য বক্সে আমাদেরকে জানান।]
Leave a Reply