গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটে গুজব ছড়িয়ে পড়ে যে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার “এজ” ক্রোমিয়াম নির্ভর একটি ব্রাউজারে পরিণত হবে।

সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুজবের সত্যতা মেলে ডিসেম্বরের ছয় তারিখে লেখা মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিওরের একটি ব্লগ পোস্টে। পোস্টটিতে মাইক্রোসফট এজকে ক্রোমিয়াম ভিত্তিক করার পরিকল্পনার কথা লেখেন তিনি। এতে করে ওয়েব ব্রাউজারটি আরও ভালোভাবে কাজ করবে বলে আশা করছে মাইক্রোসফট।
ক্রোমিয়াম ভিত্তিক এই ওয়েব ব্রাউজারটিকে ম্যাকে আনতে চায় মাইক্রোসফট। ঠিক কবে নাগাদ ক্রোমিয়াম-নির্ভর এজ ব্রাউজারের দেখা মিলবে সেটি ব্লগ পোস্টে স্পষ্টভাবে বলা না হলেও বলা হচ্ছে “আগামী বছরের কোনো এক সময়” ব্রাউজারটি পুরোপুরি ক্রোম নির্ভর হয়ে যাবে।
তবে কেবলমাত্র মাইক্রোসফট এজকে ডেভেলপ করাই মাইক্রোসফটের একমাত্র উদ্দেশ্য নয়। তারা আশা করছে এজকে ক্রোমিয়াম নির্ভর করার মাধ্যমে ক্রোমিয়াম ভিত্তিক অন্যান্য ওয়েব ব্রাউজারগুলি যেমন, গুগল ক্রোম এবং অপেরা আরও ভালোভাবে কাজ করবে উইন্ডোজের বিভিন্ন ডিভাইসে।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে করা বিভিন্ন টেস্ট রেজাল্টে দেখা যায় যে অন্যান্য যেকোনো ওয়েব ব্রাউজারের চেয়ে অনেক দ্রুতগতিসম্পন্ন মাইক্রোসফট এজ। তবে দ্রুতগতি থাকার পরেও ব্যবহারকারীদের প্রথম পছন্দ গুগল ক্রোম বা ফায়ারফক্স। কারণ হিসেবে মাইক্রোসফট এজে পর্যাপ্ত পরিমাণ এক্সটেনশন সমর্থন না করাকে দায়ী করা যায়। তবে আশা করা যাচ্ছে, ক্রোমিয়াম নির্ভর হয়ে গেলে গুগল ক্রোমের বেশিরভাগ এক্সটেনশন কাজ করবে মাইক্রোসফট এজে। এতে করে হয়তো সহজেই উইন্ডোজ ব্যবহারকারীদের পছন্দের ব্রাউজারের তালিকায় স্থান করে নেবে মাইক্রোসফট এজ।
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply