গুগলের অ্যাপ, মোবাইল ও অন্যান্য বিভিন্ন পণ্যের জন্য আসছে বেশ কিছু নতুন সেবা। গুগলের ভবিষ্যৎ এই সেবাগুলি নিয়েই আমাদের এই ব্লগ পোস্ট।

গত ৮ই মে অনুষ্ঠিত হয়েছে গুগলের বার্ষিক সম্মেলন গুগল আই/ও ২০১৮। প্রতিবছর গুগল এই সম্মেলনের আয়োজন করে তাদের নিত্যনতুন সেবা সম্পর্কে ব্যবহারকারীদেরকে জানানোর জন্য। বরাবরের মতন এবারও গুগল বেশ কিছু যুগান্তকারী নতুন সেবা নিয়ে এসেছে।
অ্যান্ড্রয়েড পি
অ্যান্ড্রয়েডের ওরিও সংস্করনের পর এবার আসছে অ্যান্ড্রয়েড পি। বর্তমানে গুগলের পিক্সেল, নোকিয়া ৭ প্লাস, এসেনসিয়াল ফোন, ওয়ানপ্লাস ৬, শাওমি মি মিক্স ২এস, সনি এক্সপেরিয়া এক্সজেড২ সহ আরো অল্প কিছু ফোনে অ্যান্ড্রয়েডের নতুন এই বেটা সংস্করনটি মুক্তি পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার করে মোবাইল ফোনের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি করা হয়েছে অ্যান্ড্রয়েড পি-তে। ব্যাটারি ব্যবহার ও পর্দার ব্রাইটনেস এখন স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণ করে দিবে অ্যান্ড্রয়েড পি। ডিজাইনের ক্ষেত্রে বরাবরের মতন এবারও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
অ্যাপ স্লাইস নামে একটি নতুন সেবা যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে। সার্চ করার সময়ে কোন অ্যাপ সম্পর্কিত তথ্য থাকলে ঐ অ্যাপের কিছু অংশ সার্চ রেজাল্টে দেখাবে। ঐ অংশ বা স্লাইসটি থেকেই অ্যাপ বা অন্য কোন সেবা চালু করা যাবে। আপনার ডিভাইসে কোন অ্যাপ কত সময় ব্যবহার করছেন এবং আপনার ফোন কোন কাজগুলো কতবার করেছেন সব কিছুর তথ্য দেখাবে অ্যান্ড্রয়েড।
গুগল অ্যাসিস্টেন্ট
গুগলে অ্যাসিস্টেন্ট প্রতিনিয়তই স্মার্ট হয়ে উঠছে। এবছরের সম্মেলনে গুগল সিইও সুন্দর পিচাই বলেন তারা গুগল অ্যাসিস্টেন্টের জন্য আরো নতুন ৬টি ভয়েস নিয়ে আসছে। এটি বেশ সাধারণ একটা নতুন সংযোজন হলেও এর পরের নতুন সেবাটি সবার আকর্ষণ কেড়ে নেয়। গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমেই এখন বুকিং করা যাবে হোটেল, সেলুন, ডাক্তারসহ যেকোন অ্যাপয়েন্টমেন্ট! অ্যাসিস্টেন্টকে ভয়েসের মাধ্যমে বুকিং দিতে বললে সে ফোন কল করে নিজে থেকে কথা বলে ব্যবহারকারীর জন্য সেবা বুকিং করে দিবে। এই সেবাটিকে বলা হয় গুগল ডুপ্লেক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভয়েস রিসার্চের মাধ্যমে এটি বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে।
গুগল লেন্স
প্রথমে গুটিকয়েক ফোনে গুগল লেন্স ফিচার যুক্ত করা হলেও এর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এখন গুগল লেন্স যেকোনো বইয়ের পাতার ছবি থেকে লেখাগুলো কপি করতে পারে। যেকোন ছবি তোলার আগেই বলে দিতে পারে সেটি কিসের ছবি। অনেক সময় আমাদের প্রশ্নটি “কিসের ছবি” না হয়ে “এরকম আর কি কি রয়েছে” হয়। গুগল লেন্সের মাধ্যমে এখন একটি ছবিতে কোন নির্দিষ্ট বস্তুর মত আর কী কী রয়েছে তার সন্ধানও করা যাবে।
গুগল ম্যাপস
হারিয়ে গেলে পথ খুঁজে পাবার জন্য শুধু গুগল ম্যাপসের ব্যবহার অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন ম্যাপস দিয়ে আরো অনেক কাজ করা যায় যা আগে কেউ ভাবেনি। বর্তমানে গুগল ম্যাপের সাথে গুগল লেন্স ও মেশিন লার্নিং যুক্ত হয়ে নতুন সেবার উন্মোচন করেছে। এখন রাস্তায় কোন ক্যামেরা তাক করলেই গুগল ম্যাপস বলে দিবে কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে কি রয়েছে এবং সেখানে কিভাবে যেতে হবে।
গুগল ফটোস
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গুগল ফটোস অ্যাপের আরো উন্নতি করা হয়েছে। বাজেভাবে তোলা কোন ছবি গুগল ফটোস স্বয়ংক্রিয়ভাবে সোজা করে দিতে পারে। এমনকি ঐ ছবি থেকে লেখাগুলো নিয়ে একটি পিডিএফ ফাইল আপনাকে বানিয়ে দিতে পারবে। পুরনো দিনের সাদা-কালো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রঙিন করে দিতে পারবে গুগল ফটোস।
জিমেইল
ইমেইল জগতে সবচেয়ে উপরে রয়েছে জিমেইল। জিমেইল অ্যাপের বেশ কিছু উন্নতি হলেও বেশ কিছু সময় ধরে জিমেইলের ডেস্কটপ সংস্করণে কোন পরিবর্তন আসেনি। এবার জিমেইলের ডেস্কটপ সংস্করণে গুগল ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। পুরো জিমেইল নতুন রূপে সাজানো হয়েছে। স্মার্ট কম্পোস নামের একটি সুবিধা যুক্ত করা হয়েছে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইমেইল লেখার সময়ে একটি শব্দ লেখার পরেই আপনাকে অন্যান্য শব্দের সাজেশন দিবে এটি।
গুগল নিউজ
সংবাদপত্রের জগতে গুগল নতুনভাবে প্রবেশ করলো তাদের গুগল নিউজের আপডেট নিয়ে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে গুগল সঠিক সংবাদগুলো আপনার কাছে পৌঁছে দেবে। এছাড়া নতুন ডিজাইনের ফলে সংবাদ পড়তে অনেক সুবিধা হবে।
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply