অজানাকে জানা, বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজা আর প্রয়োজনীয় তথ্য জানার জন্য অনলাইন জগতে গুগলের চেয়ে ভালো বন্ধু আর কে হতে পারে? লক্ষ লক্ষ লোক প্রতিদিন, প্রতি সেকেন্ডেই গুগল ব্যবহার করে গেলেও শুধুমাত্র কিছু মানুষ এর সর্বোত্তম ব্যবহার করতে সক্ষম হচ্ছে।

গুগলকে কেবলমাত্র সার্চ ইঞ্জিন বলে ভাবলে ভুল করবেন। গুগল পৃথিবীর অন্যতম শক্তিশালী সার্চ ইঞ্জিন হলেও এর পাশাপাশি আমাদের জন্য অনেক অনেক চমৎকার সব সেবা, অ্যাপ্লিকেশন আর সম্বাবনার দ্বার খুলে দিয়েছে। চলুন জেনে আসা যাক গুগলের সবচেয়ে উপকারী ১৫টি অ্যাপ সম্পর্কে।
গুগল ট্রান্সলেট অ্যাপ
ভ্রমণ পিপাসুদের জন্য এই অ্যাপটা অনেক কাজে আসবে। আপনি যে লেখা অনুবাদ করতে চান সেখানে ক্যামেরা ধরুন। এই অ্যাপটি লেখাটিকে তৎক্ষণাৎ আপনার প্রয়োজনীয় ভাষায় রূপান্তর করে দেবে। আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলতে এটা অনেক উপকারী একটি অ্যাপ।
জিম্যালিফাই
বর্তমান সময়ে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর যার দুই-চারটা ইমেইল অ্যাড্রেস নেই। আমরা বিভিন্ন প্রয়োজনে একের অধিক ইমেইল ব্যবহার করে থাকি। আর এই ইমেইলগুলো চেক করার জন্য সাধারণত আলাদা আলাদা করে ইমেইল অ্যাড্রেসে প্রবেশ করতে হয়। জিম্যালিফাই আপনার সময় বাঁচাতে সকল ইমেইল অ্যাড্রেস এক জায়গায় নিয়ে আসবে এবং এটা একটা হাব হিসেবে কাজ করবে। আপনি শুধু জিম্যালিফাইয়ে প্রবেশ করেই আপনার সবগুলি ইমেইল চেক করতে পারবেন।
গুগল স্কলার
গুগল স্কলার একটি সার্চ ইঞ্জিন যা সাহিত্য ও বিভিন্ন গবেষণাধর্মী বিষয় খুঁজে দেয়। তাছাড়া পাঠ্যবই, বৈজ্ঞানিক গবেষণার সাথে সংশ্লিষ্ট কাগজপত্র এবং পত্রিকা থেকে উদ্ধৃত বক্তব্য, মন্তব্য এবং উল্লেখযোগ্য বিষয়গুলো খুঁজে বের করে দিবে এই অ্যাপটি।
গুগল কিপ
গুগল কিপ অনেক আকর্ষনীয় একটি অ্যাপ যা আপনার নোট বইয়ের কাজ করবে। এটি আপনার সকল নোটকে বিভিন্ন রঙ্গে রঙ্গিন করে রাখবে। এটার সাহায্যে আপনি আপনার অতি প্রয়োজনীয় কোনো কাজ সময়মত সঠিকভাবে শেষ করতে পারবেন।
টাইমার
আমরা অনেক সময় পরিকল্পনা করি যে, কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ করব। কিন্তু প্রায় সময়ই তা সম্ভব হয় না। আর এই সমস্যা সমাধানের জন্য আছে টাইমার অ্যাপ। কাজ শুরুর আগে আপনার নির্দিষ্ট সময় সেট করে রাখলে, সময় শেষ হলে অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে যে, কাজটির সময় শেষ।
গুগল স্কাই
গুগল স্কাই অ্যাপ একটা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের বাহিরের স্থানগুলো দেখাবে। তাছাড়া এই অ্যাপের মাধ্যমে মিল্কিওয়ে গ্যালাক্সি জুড়ে হাঁটতে এবং মিল্কিওয়ে নিয়ে হওয়া গবেষণাগুলি সম্পর্কে জানতে পারবেন।
গুগল ফন্টস
লেখার সময় পছন্দনীয় ফন্ট আমরা সবাই খুঁজি। পছন্দের বিভিন্ন ফন্টের ব্যবহার লেখাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। গুগল ফন্টস আপনাকে দেবে ফন্ট খোঁজার সেই স্বাধীনতা। আপনার প্রকল্পের জন্য বেছে নিতে পারবেন পছন্দসই ফন্ট।
গুগল আর্ট প্রজেক্ট
আপনি যদি শিল্প ভালবাসেন এবং সবকিছুকে শৈল্পিক রূপ দিতে পছন্দ করেন, তবে এই অ্যাপটি আপনার জন্য। এটা আপনাকে অসাধারণ সব শিল্পকর্ম খোঁজার এবং দেখার সুযোগ করে দেবে। এই অ্যাপ থেকে খুঁজে নিতে পারেন পছন্দের শিল্পকর্ম।
থিঙ্ক উইথ গুগল
মার্কেটিং এ যারা কাজ করেন, তাদের জন্য থিঙ্ক উইথ গুগল হতে পারে একধাপ সামনে এগিয়ে যাওয়ার সঙ্গী। এই অ্যাপ আপনাকে নিয়মিত জানিয়ে দেবে বিপণনের সর্বশেষ গবেষণা, ভোক্তাদের চলমান অবস্থা এবং নতুন বিষয়গুলি। আপনার দক্ষতা অনেক বাড়িয়ে দিতে পারবে এই অ্যাপটি।
গুগল ট্রেন্ড
প্রতি সেকেন্ডে গুগলের মাধ্যমে হাজার হাজার প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। গুগল ট্রেন্ড আপনাকে জানাতে সক্ষম হবে, এই সময়ে কোন কোন প্রশ্নগুলো বেশী খোঁজা হচ্ছে।
গুগল শপিং
এই অ্যাপের মাধ্যমে আপনি কম্পিউটার সামগ্রী থেকে শুরু করে প্রসাধনী পর্যন্ত সবকিছুই কিনতে পারবেন।
প্যানোরোমিও
বিশ্বকে আবিষ্কার করতে কে না চায়? এই অ্যাপ আপনাকে বিশ্বকে নতুন করে দেখতে সাহায্য করবে। সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের তোলা প্যানারোমা ছবির মাধ্যমে বিশ্বকে দেখুন।
গুগল সাউন্ড সার্চ
সাজমের মত গুগল এই অ্যাপটিও একটি অসাধারণ গানের অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি সেকেন্ডের মধ্যে আপনার পছন্দের গান শুনতে পারবেন। এজন্য আপনাকে গানের লাইন এবং গায়কের নাম বলে দিতে হবে। অ্যাপ সেকেন্ডের মধ্যে সেই গান এবং এই ধরনের অন্যান্য গান নিয়ে হাজির হবে।
গুগল ইমেজ
গুগল ইমেজ হচ্ছে গুগলের রিভার্স-ইমেজ সার্চের অ্যাপ। এই অ্যাপটির মাধ্যমে আপনি ছবি দিয়ে অনুসন্ধান চালাতে পারবেন। আপনাকে শুধু কম্পিউটার থেকে একটা ছবি আপলোড করতে হবে। বাকী সব কাজ এই অ্যাপের। অ্যাপ কাজের ফলাফল হিসেবে আপনাকে দেবে একই রকমের বিভিন্ন রেজুলেশনের আরো ছবি এবং যে সব পেইজে এই এই ধরনের ছবি আছে তার তালিকাসহ আরো অনেক কিছু।
বিল্ড উইথ ক্রোম
বিল্ড উইথ ক্রোম লেগোর মাধ্যমে ভার্চুয়ালি খেলতে সাহায্য করবে (লেগো হলো প্লাস্টিকের খেলনা। যা একটার সাথে আরেকটু জুড়ে যেকোনো কাঠামো তৈরি করা যায়।) একবার খেলে দেখুন! এটা শুধু বাচ্চাদের জন্যই নয়। বরং বয়স্কদের জন্য খেলার গেম হিসেবে কাজ করবে।
লেখকঃ শহীদ ইমন
[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]
Leave a Reply