উপন্যাসের গল্প লেখা এবং চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখা দুটোই সম্পূর্ণ ভিন্ন। তাই এই ভিন্নতা সম্বন্ধে অবগত থেকে চলচ্চিত্রের জন্য লেখা উত্তম।

একটি চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে অন্যসব কিছুতে কোনরূপ ঘাটতি থাকলে সেটিকে ব্যাকআপ হিসেবে পরিপূর্ণতা দিতে পারে একটি ভালো স্ক্রিপ্ট। তবে যদি চলচ্চিত্রের স্ক্রিপ্টই ভালো না হয়, তবে অন্যান্য দিকে যতই ভালো করুক না কেন, সেটি কখনই দর্শকদের কাছে শোভা পাবে না। স্ক্রিনপ্লে রাইটিং, অর্থাৎ চলচ্চিত্রের জন্যে গল্প লেখার ধরন কোন উপন্যাস হতে আলাদা বলে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তের সৃষ্টি হয়ে থাকে নবাগত লেখকদের। তাই তাদেরকে একটি সুষ্ঠু আউটলাইন হিসেবে সাহায্য করবে নিচের বিষয়গুলি :
১. স্ক্রিপ্ট লেখার ধরনকে শেখা এবং চর্চা করা:
একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় তা ভালো করে পর্যবেক্ষণ, শিক্ষা এবং চর্চাই পারে স্ক্রিপ্টকে আরো সুন্দর করে তুলতে। তবে জানতে হবে স্ক্রিপ্ট লেখার ব্যাকরণ। হ্যাঁ, এরও একটা নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে। সাধারণত আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে স্ক্রিপ্ট লেখা হয় সেটি রাইটারসস্টোর-এর এই ছবিটি দেখলেই যথাযথ ভাবে বুঝতে পারবেন।
২. প্রধান চরিত্রকে ফুটিয়ে তোলা
গল্পের শুরু থেকেই যদি আপনি আপনার মূল চরিত্রকে প্রথমেই একটি প্রতিষ্ঠিত চরিত্র হিসেবে উপস্থাপন করেন তবে দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে না। একজন দর্শক যখন আপনার ফিল্ম দেখবে, আপনার প্রধান অবজেক্টিভ হওয়া উচিত মূল চরিত্রকে এমনভাবে ডেভেলপ করা যাতে দর্শক সেই চরিত্রের প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারে। নায়ক এবং খলনায়ক দুই চরিত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।
৩. দর্শককে উপলব্ধি করার সুযোগ দিন
স্ক্রিপ্ট লেখার সময় খেয়াল রাখবেন আপনি দর্শকদের সকল প্রশ্নের উত্তর ফিল্মের মাধ্যমেই দিয়ে দিচ্ছেন না তো? কিছু কিছু জিনিস দর্শকদের উপলব্ধি করার জন্য অসমাপ্ত রেখে দেয়াটা উত্তম। কারণ একজন দর্শক যখন নিজের বুদ্ধিতে ব্যাপারটা উপলব্ধি করতে পারবে, তখন সে আপনার চিন্তার ধরন ও ভঙ্গিমা বুঝতে পেরে আপনার প্রতি যে ভালোবাসা এবং সম্মান জানাবে, তা আপনি নিজে উত্তর করলে পাবেন না।
৪. দর্শকের মন বোঝার চেষ্টা করুন
সবশেষে লোকে সেটাই দেখে যেটা সে দেখতে চায়। তাই আপনার নিজের গল্পটি কোন ধরনে উপস্থাপন করলে আপনার দর্শক সেটাকে নিজের মতো করে মেনে নিবে সে সম্পর্কে অবশ্যই অবগত থাকতে হবে। এক্ষেত্রে প্রয়োজন রিসার্চ এবং আপনার দর্শকের ধরনের উপর প্রচুর পড়াশোনা।
৫. সহজ, সরল, স্পষ্ট
স্ক্রিপ্ট লেখার সময় মনে রাখবেন, দর্শক সাধারণত কখনই উচ্চমার্গিয় বিষয়সমূহ ফিল্মে দেখতে পছন্দ করেন না। তাই আপনার গল্পটি এমনভাবে লেখা উচিত যাতে সবাই আপনার গল্পটি বুঝে, উপলব্ধি করে এবং উপভোগ করতে পারে। এই ব্যাপারগুলো খেয়াল করে স্ক্রিপ্ট লিখলে অবশ্যই আপনার গল্পটি একটি সুন্দর স্ক্রিপ্টের রূপ ধারণ করবে। তার জন্য রইলো শুভকামনা।
ছবি: টাইজাভিডিও
[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সের মাধ্যমে।]