কথা কম, কাজ বেশি- এই নীতিতে বিশ্বাসী জার্মানরা অবসর সময়কেও কাজে লাগায়। তারা অবসর সময়ে একঘেঁয়েমি দূর করতে নানা কাজ করে যার মধ্যে রয়েছে ইয়োগা, হাঁটাহাঁটি বা ভ্রমণ।

জার্মানরা সাধারণত মনোযোগী ও কাজপাগল হয়ে থাকে। তাদের এই পরিশ্রমী মনোভাবের পিছনে একটাই কারণ- সময়ের উপযুক্ত ব্যবহার। তারা অবসর সময়কেও হেলায় হারাতে চায় না।
চলুন জেনে নেওয়া যাক অবসর সময়ে কী কী করে জার্মানরা…
১. পার্কে হাঁটতে যাওয়া
একঘেঁয়েমি দূর করার জন্য জার্মানরা প্রায় সময়ই পার্কে হাঁটতে যায়। জার্মানিতে এই কারণেই অনেক পার্ক আছে যেখানে অনেক লোকের সমাগম হয়। বিশেষত জার্মানিতে ভোরে ও বিকেলে পার্কে লোক জমায়েত হয় বেশি।
২. বনভোজনে যাওয়া
জার্মানরা একটি ঘরে দীর্ঘ সময় ধরে বসে থাকতে চায় না। তাই তারা কিছুদিন পর পর পরিবারের সকলের সাথে অথবা সহকর্মীদের সাথে বনভোজনে যায়। এভাবে একঘেঁয়েমি দূর হয় এবং সকলের সাথে দেখাসাক্ষাত ও আলাপ হয়।
৩. মার্কেটে যাওয়া
জার্মানরা যখন একঘেঁয়ে অনুভব করে তখন মার্কেটে যায়। এতে করে কেনাকাটাও হয়, আবার একঘেঁয়েমিও দূর হয়।
৪. জাদুঘর দর্শন
জাদুঘর জ্ঞান ও মু্ক্তবুদ্ধি চর্চার অন্যতম পীঠস্থান। জার্মানরা একঘেঁয়েমি কাটানোর জন্য অনেক সময় জাদুঘরে যায় এবং সেখানকার মনোমুগ্ধকর সংগ্রহ দেখে অভিভূত হয়।
৫. সাঁতার কাটা
জার্মানিতে যারা সাঁতার কাটতে পছন্দ করে তারা অবসর সময়ে সাঁতার কাটতে যায়। সেখানে এভাবে অনেকেই অবসর সময় কাটায়।
৬. মেডিটেশন
জার্মানরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা প্রায়ই রিল্যাক্সিং ম্যাসেজ করে থাকে। রিল্যাক্সিং ম্যাসেজ শরীর ও মনের জন্য অনেক উপকারী। মেডিটেশনের মাধ্যমে জার্মানরা তাদের অবসর সময়কে অর্থবহ করে তোলে।
৭. কনসার্টে ঘুরতে যাওয়া
জার্মানিতে যারা সঙ্গীতপ্রিয় তারা অনেকেই অবসর সময়ে বিভিন্ন কনসার্টে ভ্রমণ করে থাকেন। এমনকি জার্মানিতে প্রতিটি নাইটক্লাবে প্রতি রাতেই জমে ওঠে উৎসবের আমেজ।
৮. রেস্তোরাঁয় খেতে যাওয়া
জার্মানরা একঘেঁয়ে দূর করতে অনেক সময় বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করে। জার্মানিতে ভোজনপ্রিয় মানুষ অবসর সময় রেস্তোরাঁয় কাটিয়ে থাকেন।
৯. পাহাড় দর্শন
জার্মানিতে অসংখ্য পাহাড় আছে । যারা পাহাড় দেখতে পছন্দ করেন, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা অবসর সময়ে পাহাড়ে গিয়ে অ্যাডভেঞ্চার করে থাকেন।
১০. ছোটখাটো খেলাধূলা
জার্মানরা বসে থেকে সময় নষ্ট করার পাত্র নয়। কেননা তারা অনেকেই অবসর সময়ে ছোটখাটো খেলা করতে আগ্রহী। তারা বিশ্বাস করে যে খেলাধূলা শরীর ও মনকে সবসময় উৎফুল্ল রাখে।
১১. আর্ট গ্যালারিতে ঘোরাঘুরি
জার্মান শিল্পরসিকরা অনেক সময় অবসর সময় কাটাতে আর্ট গ্যালারিতে ঘোরাঘুরি করে থাকেন। তারা বিশ্বাস করেন যে আর্ট গ্যালারিতে ঘোরাঘুরি করার ফলে মানুষের মন উন্মুক্ত হয়।
১২. হ্রদ ভ্রমণ
অবসর সময়ে জার্মানরা অনেকেই হ্রদ দেখতে বের হন। হ্রদে নৌকা চালিয়ে বা নৌকায় চড়ে অনেকেই আনন্দিত হন।
১৩. দড়ি দিয়ে রাস্তা পার হওয়ার অদ্ভুত খেলা
অবাক হচ্ছেন! আসলেই তো। এই অদ্ভুত খেলা অনেক জার্মান তাদের অবসর সময়ে খেলে থাকেন। দুটি পাহাড়ের মাঝখানে দড়ি বেয়ে রাস্তা পারের বিচিত্র এই খেলাটি অনেক মজার ও আনন্দদায়ক।
১৪. চিত্তবিনোদনের জন্য কোনো পার্কে ভ্রমণ
জার্মানরা অনেকেই চিত্তবিনোদনের জন্য অ্যামিউজমেন্ট পার্কে ভ্রমণ করে থাকেন। এই পার্কগুলোতে বিভিন্ন রাইডে চড়ে তারা মানসিক প্রশান্তি লাভ করে থাকেন।
১৫. চলচ্চিত্র দেখা
জার্মানরা অনেকেই তাদের অবসর সময় ব্যয় করেন চলচ্চিত্র দেখে। তারা বিশ্বাস করেন যে চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে তাদের আত্মিক উন্নতি হয়।
১৬. মঞ্চ নাটক দেখা
জার্মানদের অনেকেই মঞ্চ নাটক দেখে তাদের অবসর সময় কাটিয়ে দেয়। এজন্যে জার্মানীতে রয়েছে অসংখ্য থিয়েটার।
১৭. হাঁটতে বের হওয়া
জার্মানরা প্রত্যেকেই স্বাস্থ্যসচেতন এবং এই কারণেই তারা অবসর সময়ে হাঁটতে বের হয়। সকাল-সন্ধ্যা হাঁটার কারণে তারা হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার ও রক্তচাপ থেকে মুক্ত থাকতে পারে এবং দীর্ঘায়ূ হয়।
১৮. চিড়িয়াখানায় ভ্রমণ
জার্মানরা অবসর সময়ে চিত্তবিনোদনের জন্য চিড়িয়াখানায় ভ্রমণ করে থাকে। তারা বিশ্বাস করে যে পশুপাখিদের দেখলে অনেক সময় মন প্রকৃতির সান্নিধ্য পেতে চায় আর প্রকৃতির সান্নিধ্য পেলে মন শান্ত হয়।
১৯. উৎসব উদযাপন
উৎসব উদযাপনে সারাবিশ্বে জার্মানদের জুড়ি মেলা ভার। জার্মানরা অবসর সময়ে বিভিন্ন উৎসব উদযাপন করে থাকেন। ‘ঘুড়ি ওড়ানো’ জার্মানদের এমন একটি উৎসব।
২০. নৌকা প্রতিযোগিতা
জার্মানরা অবসর সময়ে নৌকা প্রতিযোগিতার আয়োজন করে যেখানে অংশ নিয়ে হাজারো জার্মান উৎফুল্ল হন
লেখা: হাসনাত আসিফ কুশল
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply