বিশ্বব্যাপী চলা “Peer to Peer: Facebook Global Digital Challenge” প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর একদল শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান “অ্যাডভেঞ্চার পার্টনারস” ফেসবুকের সাথে যৌথভাবে এ প্রতিযোগীতার আয়োজন করেছে।

চলতি বছর ৩৩টি দেশ থেকে ৫০টি দল অংশগ্রহন করেছে এই প্রতিযোগীতায়, যেখানে শিক্ষার্থী দলগুলোকে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘৃণা ও উগ্রতার বিরুদ্ধে সত্য ও বিশ্বাসযোগ্য তথ্য উপস্থাপন করে লড়তে হচ্ছে। প্রতিটি দলকে একটি ফেসবুক পেইজের মাধ্যমে অডিও-ভিজ্যুয়াল দিয়ে তাদের প্রচারণা পরিচালনা করতে হবে। এসব অডিও-ভিজ্যুয়াল সবার জন্য উন্মুক্ত থাকবে; যাতে বিশ্বের সবাই এই প্রচারণাগুলো দেখতে পায়। প্রতিযোগিতায় সেরা তিনটি দলকে পুরষ্কৃত করবে আয়োজক প্রতিষ্ঠান।
ইউল্যাবের শিক্ষার্থীরা “টিম ওয়ান” নামে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তারা তাদের এই প্রচারণাটির নাম দিয়েছে “Disability Matters to Me”, যার বাংলা করলে দাঁড়ায় “প্রতিবন্ধকতা আমার কাছে গুরুত্বপূর্ণ”। বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের যেন অনলাইনে এবং অফলাইনে কোনপ্রকার ঘৃণা বা ঘৃণাবাচক কথা না বলা হয় সে উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি করাই তাদের এই প্রচারণার মূল উদ্দেশ্য।
“টিম ওয়ান” তাদের বক্তব্য প্রচারের জন্য ইতিমধ্যে যথেষ্ট কাজ করেছে। তারা এ পর্যন্ত অনেক তথ্যবহুল প্রবন্ধ ও ভিডিও তাদের নিজস্ব ফেসবুক পাতা এবং ওয়েবসাইটে প্রকাশ করেছে; যা ইতোমধ্যে অনেকেই কাছেই ইতিবাচক বার্তা প্রদান করেছে। বর্তমানে তাদের ফেসবুক পাতা অনুসরণ করছেন দেশ-বিদেশের প্রায় ২২ হাজার ফেসবুক ব্যবহারকারী। অনলাইনের পাশাপাশি অফলাইনেও সক্রিয় “টিম ওয়ান”। তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশনে এক ঘন্টা দৈর্ঘ্যের প্রোগ্রামে অংশ নিয়ে তারা সবাইকে তাদের এই প্রচারণার কথা জানিয়েছে। এছাড়াও তারা ইউল্যাবের পাশাপাশি কুইন্স স্কুল এন্ড কলেজে এ বিষয়ে সংলাপে অংশ নিয়েছে যেখানে, তারা অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইনের মূলবার্তা লেখা রিস্টব্যান্ড ও ব্যাজ উপহার দিয়েছে। প্রায় তিন দশক কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিবন্ধকতা ও উন্নয়ন পরামর্শক ড. নাফিস-উর রহমানের সাথে আলোচনা করে এ দলটি বিভিন্ন তথ্য শেয়ার করে তাদের ক্যাম্পেইন পরিচালনা করছে।
সম্প্রতি ‘টিম ওয়ান’ দলের সদস্যরা বাংলাদেশ হুইল-চেয়ার ক্রিকেট টিমের সহ-অধিনায়ক ও সদস্যদের সাথেও দেখা করেছে। হুইল-চেয়ার ক্রিকেট টিমের সদস্যরা প্রতিবন্ধী হিসেবে কী ধরণের বাঁধা-বিপত্তির সম্মুখীন হয় সে বিষয়ে কথা বলেছেন তারা। এ নিয়ে ধারণ করা ভিডিওটি ইতিমধ্যে তাদের ফেসবুক পাতা ও ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।
“টিম ওয়ান” প্রতিযোগী দলটি তাদের নিজেদের ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীকেই তাদের এম্বাসেডর হিসেবে পেয়েছে। এসব এম্বাসেডরকে প্রতিবন্ধীদের সমতা, যত্ন ও ঘৃণা না করার বার্তাযুক্ত টি-শার্ট দিয়েছে যেন এই উদ্যোগটি সম্পর্কে মানুষ জানতে পারে ও সচেতন হয়।
ছবি: কুইন্স স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ওয়ার্কশপে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছেন “টিম ওয়ান”-এর সদস্য হাসিবুল হাসান শান্ত।
প্রতিযোগী দলটির সদস্যরা হলেন মোহাম্মদ আল আরেফিন, আনিকা বুশরা, হাসিবুল হাসান শান্ত, ফারীহা নওশীন রহমান এবং শাহাবুল আলম সজিব। শুধু পুরষ্কারের জন্য প্রচারণা না চালিয়ে দলটি প্রতিযোগিতা শেষেও তাদের কার্যক্রম চালিয়ে যেতে চায়; যাতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে সমাজের সবাই সচেতন হতে পারে। “টিম ওয়ান” একটি প্রতিবন্ধী-বান্ধব দেশ চায় যেখানে কোন প্রতিবন্ধী ব্যাক্তিদের কোন ধরনের অসমতা থাকবে না বরং থাকবে সমতা, সম্মান ও সহমর্মিতা।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করুন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply