এরকম ঘটনাই ঘটেছে পূর্ব ইউরোপের ক্রিমিয়া নামক একটি উপদ্বীপে। ক্রিমিয়ার একটি সাফারি পার্কে দর্শনার্থীদের বাসে উঠে পরে একটি আস্ত সিংহ।

সিংহটির নাম ফিলয়া। পূর্ব ইউরোপের ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত টাইগান পার্কে থাকা পঞ্চাশের অধিক সিংহের একজন সে।
সিংহ বাসে উঠে পরার ঘটনায় স্বভাবতই ভয় পায় বাসে থাকা সাধারণ দর্শনার্থীরা। তবে তাদের ভয় কিছুক্ষণের মধ্যেই কেটে যায়, যখন তারা দেখে যে সিংহটি মোটেও তাদেরকে আক্রমণ করছিলো না। বরং পোষা কুকুরের মতন দর্শনার্থীদের শরীরে নিজের শরীর ঘষছিলো এবং কয়েকজনকে চেটে যাচ্ছিলো।
ভয় কেটে গেলে দর্শনার্থীরা ফিলয়ার গায়ে হাত বুলিয়ে দেয়, তাকে আদর করে এবং তার সাথে সেলফি তোলে। পাশাপাশি পুরো ঘটনাটির ভিডিও করেন কয়েকজন দর্শনার্থী। পরবর্তীতে সেসব ভিডিও ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটে।
পঞ্চাশ বছর বয়সের ওলেগ জুবকোভ ক্রিমিয়ায় “লায়ন উইসপারার” নামে পরিচিত। জনপ্রিয় অনলাইন পত্রিকা মেইল অনলাইনের বরাতে জানা যায়, ঘটনাটি যখন ঘটে তখন তিনি সেই বাসে ছিলেন। তিনিও সিংহটিকে আদর করে আস্তেধীরে বাস থেকে নামিয়ে দেন।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply