গাড়ি চালানোর সময় তার ব্যবহারকারীর সুরক্ষার কথা চিন্তা করে অ্যাপল ডু নট ডিস্টার্ব ফিচারটি তৈরি করে। আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের নতুন আপডেটে ডু নট ডিস্টার্ব ফিচারটি কিভাবে কাজ করে তা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন।

গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা খুবই বিপদজনক, তাই না? গাড়ি চালানোর সময়, আইফোন তার স্মার্ট ব্যবহারকারীদের সুরক্ষার কথা চিন্তা করবে না তা তো হতেই পারে না। আর এজন্যেই আইফোনের স্মার্ট একটি ফিচার “ডু নট ডিস্টার্ব”। আইওএস এর এগারোতম সংস্করণে এসে এই ফিচারটি হয়ে গিয়েছে আরো স্মার্ট! এটি এখন নিজেই বুঝতে পারে কখন আপনি গাড়ি চালাচ্ছেন এবং নিজে থেকেই আপনাকে অসতর্ক হওয়া থেকে বিরত রাখতে পারে।
ডু নট ডিস্টার্ব ফোন কল, মেসেজ এসবের নোটিফিকেশনগুলোকে নিঃশব্দ করে আপনার ফোনকে কিছু সময়ের জন্যে নিষ্প্রভ করে ফেলতে সক্ষম। গাড়ির গতি বুঝতে পারলেই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে আপনি চালক না হয়ে যাত্রী হয়ে থাকলে এটিকে বন্ধও করে রাখতে পারেন। আবার গাড়ির ব্লুটুথ ডিভাইসের সাথে সংযুক্ত করেও আপনি একে সয়ংক্রিয়ভাবে চালু করতে পারেন।
এই ফিচারটি যে আপনাকে সকল সংযোগ থেকে বিচ্ছিন্ন করবে এমনটাও নয়। গাড়ি চালানোর সময় আপনি এটিকে এমনভাবে ঠিক করে রাখতে পারেন যাতে করে অ্যাপটি কোন মেসেজ আসলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ দাতাকে এটা জানাতে পারে যে আপনি গাড়ি চালাচ্ছেন। আপনার সাথে যোগাযোগে আগ্রহী ব্যক্তি মেসেজে জরুরী (urgent)কথাটি উল্লেখ করে অ্যাপটির বাধা ভেদ করেও আপনার সাথে যোগাযোগ করতে পারে। আবার বাছাই করা কিছু কন্টাক্ট এর ক্ষেত্রে অ্যাপটিকে বন্ধ করেও রাখা যায়। আর স্পিকার চালু থাকলে বা গাড়ির ব্লুটুথের সাথে সংযুক্ত থাকলে আপনি এমনিতেই ফোন কল ধরতে পারবেন।
ডু নট ডিস্টার্ব ও এর ফিচারগুলো চালু করতে ফোনের সেটিংস অপশনে গিয়ে ডু নট ডিস্টার্বে যান এবং চালু করে দিন। সেখানে আপনি ফিচারটিকে ভবিষ্যতে কিভাবে চালু করতে চান তাও ঠিক করতে পারবেন। আপনি অ্যাপটিকে স্বয়ংক্রিয় বা ম্যানুয়ালি বা গাড়ির ব্লুটুথের সাথে সংযুক্ত হওয়া এই তিনটির যেকোনো একভাবে চালু করতে পারেন। কন্ট্রোল সেন্টার থেকেও আপনি ম্যানুয়ালি এই অ্যাপটিকে চালু করতে পারবেন।
লেখা: মো: আসাফ উদ দৌলা আশিক
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply