ছবি শেয়ার করার ওয়েবসাইট ইন্সটাগ্রামে অনেকেই নগ্ন হয়ে যোগব্যায়ামের ছবি প্রকাশ করেছেন৷

নগ্নতা নিয়ে অনেক ট্যাবু রয়েছে৷ অনেকে নগ্নতার সঙ্গে যৌনতাকে মিলিয়ে ফেলেন৷ তবে সেই বিতর্কে না গিয়ে ২০১৫ সাল থেকে এক মডেল একের পর এক নগ্ন ছবি প্রকাশ করে যাচ্ছেন ইন্সটাগ্রামে৷ গায়ে একটি সুতাও না জড়িয়ে যোগ ব্যায়াম করেন তিনি৷ আর সেগুলোর ছবি দিয়ে দেন ইন্টারনেটে৷
ছবিগুলো এমনভাবে তোলা যে তাঁর চেহারা দেখার উপায় নেই৷ পাশাপাশি সেগুলো ইন্সটাগ্রামের নিষিদ্ধের তালিকাতেও যেতে পারছে না কেননা এমনভাবে সেগুলো প্রকাশ করা হয় যাতে স্তন বা যৌনাঙ্গ পুরোপুরি দেখা যায় না৷
‘ন্যুড ইয়োগা গার্ল’ নামের একাউন্টটিতে ফলোয়ারের সংখ্যা সাড়ে ছয়লাখের বেশি৷ প্রতিনিয়তই ফলোয়ারের এই সংখ্যা বেড়ে চলেছে৷ চলুন সেখানে প্রদর্শিত কিছু ছবি দেখে নেই৷
এদিকে, নগ্ন হয়ে যোগ ব্যায়ামের এসব ছবি দেখে উৎসাহিত হয়ে আরো অনেকে এমন ছবি প্রকাশ শুরু করেছেন৷ ইতোমধ্যে ইংরেজিতে #এনওয়াইজিইয়োগা নামে একটি হ্যাশট্যাগও চালু হয়েছে৷ এই হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই শেয়ার করছেন নগ্ন ছবি৷
এরকম নগ্ন হয়ে যোগ ব্যায়ামের ছবি প্রকাশ কি আপনি সমর্থন করেন? লিখুন মন্তব্যে৷
Leave a Reply