বর্তমান যুগে আমাদের প্রায় প্রত্যেকের হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। অসংখ্য ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনগুলির কতটি ফিচার সম্পর্কেই বা জানি আমরা?

আমরা প্রায় সবাই-ই স্মার্টফোন ব্যবহার করে থাকি। কিন্তু স্মার্টফোনের রয়েছে অনেক টিপস ও ট্রিকস। সব টিপস জানা একজন ব্যবহারকারীর পক্ষে সম্ভব হয়না। স্মার্টফোনের কিছু মজাদার গোপন ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। এই গোপন ফিচারগুলো নিয়েই আমাদের এই প্রতিবেদন।
বিজ্ঞাপন থেকে রেহাই পান সহজেই!
কিছু কিছু অ্যাপ ব্যবহার করার সময় বা গেইম খেলার সময় বিরক্তিকর বিজ্ঞাপন দেখায় ফোনে। এই বিজ্ঞাপনগুলো বন্ধ করতে চাইলে গেইম খেলার সময় এয়ারপ্লেন মোডে রাখুন আপনার ফোনটি। বিজ্ঞাপন নিমিষেই বন্ধ হয়ে যাবে। তবে এয়ারপ্লেন মোডে আপনি কল করতে ও রিসিভ করতে পারবেন না। এ সমস্যা থেকে মুক্তির জন্য চাইলে গেইম চলাকালীন ইন্টারনেট সংযোগও বন্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে বিজ্ঞাপন প্রদর্শন করবে না এবং ফোন কল/এসএমএস সেবাটিও চালু থাকবে।
ওয়াইফাই পাসওয়ার্ড মনে রাখতে চাইলে
প্রতিবার ওয়াইফাইয়ের সাথে যুক্ত হলে আপনার ফোন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি মনে রাখে। কিন্তু সংরক্ষিত সেই পাসওয়ার্ডটি পরবর্তীতে দেখা যায় না। ফলে পরবর্তীতে অন্য কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করতে চাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা সমাধানে একটি অ্যাপ রয়েছে। ওয়াইফাই পাসওয়ার্ড শো নামের এই অ্যাপটির মাধ্যমে আপনি ফোনে যুক্ত হওয়া সকল ওয়াইফাই কানেকশনের নাম ও পাসওয়ার্ড দেখতে পারবেন। অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
ফোন ধরার মতন অবস্থায় না থাকলে নিজের মনমত রিপ্লাই দিন
জরুরী কাজ থাকায় কোন কল ধরতে না পারলে তার জন্য অটোমেটিক রিপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে এন্ড্রয়েড ফোনে। আপনি নিজের ইচ্ছেমত রিপ্লাই বানিয়ে রাখতে পারবেন যাতে পরে সেগুলো ব্যবহার করা যায়। এজন্য সেটিংসে গিয়ে ফোন সেটিংস-এ যেতে হবে। তারপর রেসপন্ড উইথ টেক্সট অপশনে “ক্রিয়েট ওউন মেসেজ” লেখায় ট্যাপ করে মেসেজটি লিখে রাখা যাবে। বিভিন্ন মডেলের ফোনভেদে সেটিংসের মেন্যু কিছুটা ভিন্ন হতে পারে।
এন্ড্রয়েড গেস্ট মোড
ছোটভাইকে গেইম খেলতে নিজের স্মার্টফোনটি দিলেন। আর আধা ঘন্টা পর দেখলেন ফোনের সব গুরুত্বপূর্ণ তথ্য নাই হয়ে গেছে! বেচারা হয়তোবা না বুঝে গেইম ডিলিট করতে গিয়ে আপনার সব মেসেজই ডিলেট করে দিয়েছে। এরপর থেকে এই ঝামেলা এড়াতে ব্যবহার করুন গেস্ট মোড। এন্ড্রয়েড ফোনের সেটিংসে গেলেই নতুন ইউজার যুক্ত করার অপশনটি পেয়ে যাবেন।
আইফোনে নম্বর লুকিয়ে কল করুন
আইফোনের একটি গোপন ফিচার রয়েছে যা ব্যবহার করে আপনি আপনার নম্বর লুকিয়ে অন্যকে কল করতে পারবেন। *#৩১# চাপলে সকল কলে আপনার নম্বর লুকানো দেখাবে। আর নির্দিষ্ট কোন কল করার আগে #৩১# চাপলে শুধু সেই কলটিতে আপনার নম্বর শো করবে না।
অডিও টাইমার
আইওএসের আরেকটি মজার ফিচার রয়েছে বই বা সঙ্গীতপ্রেমীদের জন্য। অনেকেই অডিও বুকস বা গান শুনতে শুনতে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে দেখেন সারারাত সেটি চলেছে। তাই আপনার মোবাইলে আর চার্জ নেই আর কানের অবস্থাও খারাপ। তাই এই টাইমারে আপনি কতক্ষন পর অডিও বন্ধ হয়ে যাবে সেটি সেট করে দিতে পারেন।
ভিডিও শ্যুটের সময়ই ছবি তুলুন
ফোনে ভিডিও করার সময়েই ছবি তুলতে চান? এখন এটিও করা সম্ভব! আপনার ভিডিও চলার সময়েই ভিডিও বন্ধের বাটনের পাশে থাকা ক্যামেরা বাটনটি প্রেস করুন। তাহলে ভিডিও চলাকালীন অবস্থাতেই ছবি উঠে যাবে। বর্তমানে সকল আইফোনে এই ফিচারটি রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বের হওয়া বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচারটি পাওয়া যায়।
দ্রুত শেয়ার করুন এন্ড্রয়েডে
ফাইল শেয়ারের জন্য আমরা শেয়ারইট বা ব্লুটুথ ব্যবহার করে থাকি। তবে আরো একটি সহজ উপায় আছে ফাইল শেয়ার করার। এন্ড্রয়েড বীমের মাধ্যমে স্মার্টফোনে থাকা এনএফসি সেন্সর কাজে লাগিয়ে ফাইল শেয়ার করা যায়। এটি করতে চাইলে দুটি ফোন কাছাকাছি এনে শেয়ার ফাইলস থেকে এন্ড্রয়েড বীম সিলেক্ট করতে হবে।
কীবোর্ড ও মাউস যুক্ত করুন মোবাইলেই
অনেকেই জানেন না যে এন্ড্রয়েড ফোনে কীবোর্ড ও মাউস যুক্ত করা যায়। এর ফলে আপনি সহজেই মোবাইলে অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। ওটিজি ক্যাবলের মাধ্যেমে আপনি কীবোর্ড বা মাউস মোবাইলের সাথে যুক্ত করতে পারবেন সহজেই। তবে এজন্যে আপনার ফোনটিতে ওটিজি সমর্থন থাকতে হবে।
লকস্ক্রীন টাইম পাসওয়ার্ড
মোবাইলের লকস্ক্রীন পাসওয়ার্ড কারো সামনে আনলক করা অবস্থায় সে দেখে ফেললে খুব সমস্যায় পড়তে হয়। বারবার পাসওয়ার্ড পরিবর্তন করাও একটি ঝামেলার ব্যাপার। তবে এর জন্যে সমাধানও রয়েছে! আপনি চাইলে বর্তমান সময়কেই ব্যবহার করতে পারেন ফোনের পাসওয়ার্ড হিসেবে। এজন্যে লাগবে লকস্ত্রীন টাইম পাসওয়ার্ড অ্যাপটি। এন্ড্রয়েড ফোনের জন্যে এই অ্যাপটিকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে।
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply