বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ যখন রামপাল আর হাসনাত ইস্যুতে ব্যস্ত, তখন অ্যাক্টিভিস্ট ইমরান এইচ সরকার এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন। বন্যা কবলিত কিছু এলাকায় ত্রাণ বিতরন করেছেন তিনি।

বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আন্তর্জাতিক রেডক্রস এটাকে আখ্যা দিয়েছে দেশটিতে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে৷ এতে সোমবার পর্যন্ত কমপক্ষে ১৭ জন মারা গেছেন, যাদের অধিকাংশই জামালপুরের বাসিন্দা ছিলেন।৷ ১৯ জেলার প্রায় বিশ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
বন্যাদুর্গতদের সহায়তায় বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ নিয়ে গেছেন শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তাঁর আনুষ্ঠানিক ফেসবুক পাতা থেকে এসংক্রান্ত বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
জুলাই মাসের মাঝামাঝি সময় এই বন্যা শুরু হয় যা এখনো থামার কোন ইঙ্গিত দেখা যাচ্ছে না। বরং ক্রমশ ছড়িয়ে পড়ছে। ইমরান এইচ সরকার বন্যার্তদের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছে সাহায্য আহ্বান করেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে অনেকে আর্থিক সহায়তা করেছেন, নিয়েছেন বন্যা দুর্গত অনেক পরিবারের দায়িত্ব। স্বচ্ছতা বজায় রাখতে তিনি অর্থপ্রাপ্তির হালনাগাদ তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন। বন্যা উপদ্রুত এলাকা থেকে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্যও জানিয়েছেন।
বন্যাকবলিতদের সহায়তায় ইমরানের এই উদ্যোগে অনেক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে ভালো কাজে সম্পৃক্ত করার এক উজ্বল উদাহরণ এটি। এরকম কাজ এর আগেও একাধিকবার করেছে গণজাগরণ মঞ্চ। বন্যা উপদ্রুত এলাকায় তৃতীয় দিনের কর্মসূচি শেষে এই ছবিগুলো পোস্ট করেছেন ইমরান এইচ সরকার।
প্রিয় পাঠক, আপনিও কি বাংলাদেশে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়াতে চান? তাহলে ক্লিক করুন এখানে: gofundme.com/2hfcv5dw
Leave a Reply