বিভিন্ন প্রতিষ্ঠান মাঝেমধ্যে এমন সব বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপন তৈরি করে যে দেখামাত্রই পণ্যটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা চলে আসে। ব্রাইটসাইট অবলম্বনে এমন বিশটি বিজ্ঞাপন নিয়েই আমাদের আজকের প্রতিবেদন...

বর্তমানে ভালো মানের বিজ্ঞাপনের কদর সবচায়গাতেই আছে। মাঝেমধ্যে অবস্থাটা এমন দাঁড়ায় যে ব্র্যান্ডের নামটি উল্লেখ করার আগ পর্যন্ত বিজ্ঞাপনটি আসলে কীসের তাও বুঝে ওঠা যায় না। তবে এই লেখার বিষয়বস্তু সেসব বিজ্ঞাপন নয়। এই লেখায় দেখানো হবে এমন কিছু বিজ্ঞাপন যা দেখামাত্রই পণ্যটি সম্পর্কে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান কী বলতে চায় তা বুঝে ফেলা সম্ভব হবে।
জেবিএল হেডফোন
গান শোনার সময় আশেপাশের মানুষজনের কথাবার্তা থেকে বিরক্ত হচ্ছেন? ব্যবহার করুন জেবিএলের নয়েজ-ক্যান্সেলেশন হেডফোন! বাইরের কোনো আওয়াজই আর আপনার কান পর্যন্ত পৌঁছাতে পারবে না।
ভিভা ফ্রুট চুইং গাম
দুটি স্ট্রবেরির মধ্যে চুইংগাম লাগিয়ে এরকম বিজ্ঞাপন তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
রেডমার স্পোর্টস জুতা
জুতাটি পড়লে আপনার ভেতরকার খেলোয়াড় বেরিয়ে আসবে!
হজমে সহায়ক ওষুধ
“এই ওষুধ খেলে আপনার পেটে অনাকাঙ্খিত অনেক মিটিং এড়ানো সম্ভব!”-এমনটাই বোঝাতে চেয়েছে বিজ্ঞাপনগুলি।
স্যানজার হ্যান্ড স্যানিটাইজার
পাবলিক ফোনগুলিকে এমন চোখেই দেখছে প্রতিষ্ঠানটি।
বিক সুপারগ্লু
আপনজনদের কাছে ফিরে আসতে সাহায্য করে এই সুপাগ্লু!
ব্রুক্কিয়ানি ক্যাফে
কফি আর ওয়াই-ফাই! এ যেন এক অটুট বাঁধন।
আইকিয়া
নিজেদের প্রতিষ্ঠানের নামের চারটি অক্ষরকে এলোমেলো করে বিজ্ঞাপনে বসিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। পাঠকদের কাজ নিজে থেকেই অক্ষরগুলিকে ঠিকঠাকমতন বসিয়ে নেওয়া!
ভক্সওয়াগন
একটি সুন্দর যাত্রার শুরুটা হয় গাড়ির চাবি থেকেই!
ম্যাকডোনাল্ড
ম্যাকডোনাল্ডসের খাবার যে পুরোপুরি প্রাকৃতিক তা বোঝাতে এরকম অভিনব বিজ্ঞাপন তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
রুটির বিজ্ঞাপন
এই রুটি এতোটাই নরম যে স্যান্ডেল হিসাবেও পড়া সম্ভব!
পানির বোতল
এই বোতলগুলি এতোটাই শক্ত যে ফ্রিজে রাখা খাবারের গন্ধ কখনোই বোতলের পানি পর্যন্ত পৌঁছাবে না!
কুকুরের খাবারের বিজ্ঞাপন!
এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে যে, আপনার কুকুরকে দেওয়া খাবার যদি খেতে খারাপ হয় তাহলে সে সারাদিনই আপনাকে বিরক্ত করবে। বিজ্ঞাপনটির ট্যাগ লাইন, “ব্যাড ফুড, ব্যাড ডগ”।
ব্যান্ড-এইড
এই ব্যান্ড-এইডগুলি এতোটাই ফ্লেক্সিবল যে চাইলে হাল্ককেও পড়াতে পারবেন!!
ইয়োগা
মেরুদণ্ডকে সাপের আকৃতি দিয়ে এখানে বোঝানো হয়েছে যে সময় থাকতে থাকতে ইয়োগা না করলে আপনার মেরুদণ্ড আপনাকেই আক্রমণ করবে।
আলকা-সেল্টজার পিল
হ্যাংওভার ব্যাপারটা মোটেও সুখকর কোনোকিছু নয়। এতে করে আপনিতো ক্ষতিগ্রস্থ হবেনই। ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার পোষা বিড়ালটাও! তাই মাতাল হলে মাতলামি কাটানোর জন্যে একটি ওষুধ খেয়ে নিতে ভুলবেন না!
কোলগেট
কিউই জাতীয় ছোটো ছোটো বীজ থাকা ফলগুলি খেলে এর বীজ দাঁতের ফাঁকে ঢুকে থাকে। কোলগেট তাদের বিজ্ঞাপনে বোঝাতে চেয়েছে যে তাদের দাঁত পরিষ্কারের সুঁতা থাকলে কিউই খেতে গিয়ে দাঁতে বীজ চলে যাবার মতন পরিস্থিতিগুলি সহজেই এড়ানো যাবে।
নেভিয়া ম্যান!
বিভিন্ন কারণেই পুরুষদের চামড়ায় ভাঁজ পরতে পারে। এই কারণগুলিকেই অসাধারণভাবে দেখানো হয়েছে বিজ্ঞাপনগুলিতে।
ভিট হেয়ার রিমুভার
শরীরের লোম সরানোর জন্যে সঠিক ক্রিম ব্যবহার করলে আপনার ব্যবহৃত সাবানগুলিও দেখতে এমনটাই হবে!
এমএন্ডএম
বিজ্ঞাপনে চকোলেট ব্যবহার করে কী-বোর্ড তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। মানুষের সাথে মানুষের যোগাযোগকে আরো সুন্দর করতে পারে চকোলেট আদান-প্রদান, এমনটাই বলতে চান তারা।
ইন্টারস্টেট ব্যাটারি
অনেকগুলি পরিত্যক্ত গাড়ির মধ্যে চাপা পড়া একটি গাড়ির হেডলাইন এখনো জ্বলছে! এমন একটি ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যাটারির স্থায়ীত্ব সম্পর্কে ধারণা দিতে চায় ক্রেতাদের।
সেরা বিজ্ঞাপনটি রেখে দেওয়া হয়েছে একেবারে শেষের জন্যে!
এই বিজ্ঞাপনটি নিয়ে বেশি কিছু বলার নেই। বিভিন্নসময় বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপন বানানোর জন্যে বিখ্যাত ডিউরেক্স। এই বিজ্ঞাপনটি বুঝতে অনেকেরই কিছুটা সময় লাগবে। সহজ করে দেবার জন্যে এটুকু বলে রাখা যায় যে গাড়ির ড্যাশবোর্ডের এই অবস্থাটা কিন্তু একটি বাচ্চাই করেছে!
[[কোন বিজ্ঞাপনটি আপনার কাছে সবচেয়ে মজার বলে মনে হয়েছে?আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply