আপনি কী কী অপছন্দ করেন? জবাবটা যখন আপনি বিপরীত লিঙ্গের কাউকে জানাবেন, হয়তো চাইবেন অপছন্দের সেই তালিকাটা যতটা সম্ভব ছোট করতে। কাজটা কঠিন, অন্তত স্বাচ্ছন্দ্যের তো নয়ই।

সম্প্রতি বাজারে আসা একটি অ্যাপ আপনাকে সেই অস্বস্তিকেই কাজে লাগিয়েছে। পছন্দগুলো মিলিয়ে একটি জুটি তৈরির বদলে তারা অপছন্দের তালিকা মিলিয়ে আপনাকে খুঁজে দেবে সম্ভাব্য সঙ্গী।
গবেষণা বলছে, ঘৃণা মানুষের সহজাত প্রবৃত্তি। সে পছন্দের চাইতে অপছন্দের বিষয়গুলো জানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই সূত্রের ওপর ভিত্তি করেই অ্যাপটি বানানো হয়েছে। প্রতিবেদন টেলিগ্রাফের।
গেলো ডিসেম্বরে নিউইয়র্কে হেটার অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বিপুল সাড়া পাওয়ার পর পূর্ণাঙ্গ অ্যাপটিকে ছাড়া হয়েছে ফেব্রুয়ারি মাসে।
ম্যাশাবেলের এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে নিউইয়র্কবাসীদের অপন্দের তালিকায় এক নম্বরে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দুইয়ে আছে ফুটপাতে হাঁটার সময় কাণ্ডজ্ঞানহীন আচরণ। বাথরুম অথবা বেসিনের পানির ঝাজরিতে জমে থাকা চুলের মতো ঠুনকো বিষয়ও অপছন্দ অনেকের, যেটি উঠে এসেছে তিনে। অপছন্দকেন্দ্রিক এই অ্যাপটির জনক ব্রেন্ডন অ্যাপলার। তিনি তাঁর চাকরি ছেড়ে কৌতুকের মাধ্যমে ভালোবাসার বাণী ছড়াতে চেয়েছিলেন। কিন্তু তায় পরবর্তী অভিজ্ঞতা ভিন্ন কিছু করার অনুপ্রেরণা যোগায়। পরবর্তী গবেষণাগুলোও ঘৃণা আর অপছন্দকে সামনে নিয়ে এলে বিষয়টি নিয়ে জোরেসোরে ভাবতে শুরু করেন অ্যাপলার।
অন্যদিনে, অ্যাপটি ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে মা, সমুদ্র এবং অ্যাভাকাডো এবং লেবু-সামুদ্রিক লবনে তৈরি মেক্সিকান খাবার গুয়াকামোল।
অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার সময় জানতে চাওয়া হয় ব্যবহারকারীর অপছন্দের তালিকা। বিষয়সমূহের মধ্যে আছে ব্যক্তি, বস্তু, খাবার, ধারণা অথবা রাজনীতি। স্বাভাবিকভাবেই সেটি যতটা লম্বা হয়, অন্যের সাথে কিছু অপছন্দ মিলে যাওয়ার সম্ভাবনাও ততটা বাড়ে। অ্যাপটির বেটা ভার্সন বর্তমানে বাজারে রয়েছে।
এদিকে, অ্যাপ কর্তৃপক্ষ বলছে এটি কোনো নেতিবাচক মানসিকতা তৈরির উপকরণ নয়। প্রত্যেক ব্যবহারকারীকে কিছু কড়া নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় যাতে এর মাধ্যমে নেতিবাচক কিছু ছড়িয়ে না পড়ে। উটকো মন্তব্য বা লাগামহীন আচরণের কারণে এখনো কাউকে ব্যান না করা হলে—ব্যবহারকারীরা ভবিষ্যতে রাশিয়ান প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিন’ বা বা ‘ভি নেক’ এর মতো স্পর্শকাতর বিষয়ে কী মন্তব্য করেন, তা দেখতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে।
আপনি কি ব্যবহার করবেন এই অ্যাপ? লিখুন মন্তব্যে।
ছবি সূত্র: সার্গে সেভা
Leave a Reply