কাউকে মরতে বলা হচ্ছে, এমনটা শুনতে পেয়ে আশেপাশের লোকজন ফোন করেন পুলিশকে। নিমেষেই পুলিশ ঘটনাস্থলে চলে আসলে দেখা যায় মাকড়সাকে দেখে চিৎকার-চেচামেচি করছিলেন সেই ব্যক্তি।
![আট পা-ওয়ালা মাকড়সাকে অনেকেই ভয় পান। তবে মাকড়সাকে দেখে ভয় পাবার পর এরকম ঘটনা বোধহয় এর আগে আর ঘটেনি। অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি মাকড়সা দেখে এতো বেশি উত্তেজিত হয়ে পড়েন যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের কয়েকটি ইউনিট। তবে তারা সেই মাকড়সার বা উত্তেজিত ব্যক্তির প্রাণ বাঁচাতে আসেনি। পুরো ঘটনাটাই বরং ছিলো একটা বিশাল ভুল বোঝাবুঝি। বুধবার অস্ট্রেলিয়ার পার্থে রাস্তা দিয়ে যাবার সময় একটা ঘরের ভেতর একজনকে চিৎকার করতে শোনের একজন পথচারী। আশেপাশে কাউকে হত্যার হুমকি দিচ্ছিলো ঘরের ভেতর থাকা সেই ব্যক্তি। ব্যাপারটা আরও ভয়াবহ পর্যায়ে যায় কারণ একটি বাচ্চার কান্নার শব্দও ভেসে আসছিলো ঘরের ভেতর থেকে। স্বভাবতই অজানা আশংকা থেকে পথচারী সাথে সাথে পুলিশকে ফোন করে ব্যাপারটি জানায়। পরবর্তীতে জানা যায় যে ঘরের ভেতর উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করা সেই ব্যক্তি আসলে একটি মাকড়সাকে মারার চেষ্টা চালাচ্ছিলো। টুইটারে কথোপকথনের বিস্তারিত সহ একটি স্ক্রিনশন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে পুলিশি তথ্য বলে সেটিকে মুছে ফেলা হয়। তবে মুছে ফেলার আগে সেটির একটি কপি রাখে স্থানীয় সংবাদমাধ্যম ৭ নিউজ ব্রিসবন। তবে ঘটনায় চিন্তিত হয়ে পুলিশকে ফোন করার ব্যাপারটিকে ইতিবাচক চোখে দেখেছে পুলিশ। জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবলের সাথে যোগাযোগ করে ডব্লিউএ পুলিশের একজন মুখপাত্র। তিনি বলেন, “ফোনদাতা একদম সঠিক কাজটিই করেছেন। তার কাছে আচরণটি উদ্বেগজনক বলে মনে হওয়ায় তিনি সাথে সাথে পুলিশকে সেটি জানিয়েছেন।” [[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]](http://bn.verified.press/wp-content/uploads/sites/3/2019/01/feature-679x483.jpg)
আট পা-ওয়ালা মাকড়সাকে অনেকেই ভয় পান। তবে মাকড়সাকে দেখে ভয় পাবার পর এরকম ঘটনা বোধহয় এর আগে আর ঘটেনি।
অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি মাকড়সা দেখে এতো বেশি উত্তেজিত হয়ে পড়েন যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের কয়েকটি ইউনিট। তবে তারা সেই মাকড়সার বা উত্তেজিত ব্যক্তির প্রাণ বাঁচাতে আসেনি। পুরো ঘটনাটাই বরং ছিলো একটা বিশাল ভুল বোঝাবুঝি।
বুধবার অস্ট্রেলিয়ার পার্থে রাস্তা দিয়ে যাবার সময় একটা ঘরের ভেতর একজনকে চিৎকার করতে শোনের একজন পথচারী। আশেপাশে কাউকে হত্যার হুমকি দিচ্ছিলো ঘরের ভেতর থাকা সেই ব্যক্তি। ব্যাপারটা আরও ভয়াবহ পর্যায়ে যায় কারণ একটি বাচ্চার কান্নার শব্দও ভেসে আসছিলো ঘরের ভেতর থেকে। স্বভাবতই অজানা আশংকা থেকে পথচারী সাথে সাথে পুলিশকে ফোন করে ব্যাপারটি জানায়।
পরবর্তীতে জানা যায় যে ঘরের ভেতর উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করা সেই ব্যক্তি আসলে একটি মাকড়সাকে মারার চেষ্টা চালাচ্ছিলো। টুইটারে কথোপকথনের বিস্তারিত সহ একটি স্ক্রিনশন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে পুলিশি তথ্য বলে সেটিকে মুছে ফেলা হয়। তবে মুছে ফেলার আগে সেটির একটি কপি রাখে স্থানীয় সংবাদমাধ্যম ৭ নিউজ ব্রিসবন।
তবে ঘটনায় চিন্তিত হয়ে পুলিশকে ফোন করার ব্যাপারটিকে ইতিবাচক চোখে দেখেছে পুলিশ। জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবলের সাথে যোগাযোগ করে ডব্লিউএ পুলিশের একজন মুখপাত্র। তিনি বলেন, “ফোনদাতা একদম সঠিক কাজটিই করেছেন। তার কাছে আচরণটি উদ্বেগজনক বলে মনে হওয়ায় তিনি সাথে সাথে পুলিশকে সেটি জানিয়েছেন।”
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply