চলতি বছর এপ্রিলের ২৩ তারিখে মুক্তি পায় অ্যাভেঞ্জারস সিরিজের “ইনফিনিটি ওয়ার” চলচ্চিত্রটি। আগামী বছর মুক্তি পাবে অ্যাভেঞ্জারস এন্ডগেম।

মারভেল ভক্তদের দিন যেন কাটছিলোই না। গত কয়েক সপ্তাহ ধরে ফেসবুক, টুইটার আর ইউটিউবে ছড়িয়ে পড়েছে অ্যাভেঞ্জারস সিরিজের পরবর্তী চলচ্চিত্রের ট্রেইলার নিয়ে একের পর এক পোস্ট। মারভেলসও বেশ মজা করেছে ভক্তদের সাথে। পরবর্তী অ্যাভেঞ্জারস মুভির ট্রেইলার রিলিজ না করে রিলিজ করেছে ক্যাপ্টেন মারভেলসের ট্রেইলার।
ইতোমধ্যে কয়েকদিন ট্রেইলার মুক্তি না পাওয়ায় বেশ আশাহত হয়েছিলো ভক্তরা। আবার তার ভেতর একদিনতো একজন পোস্ট করেই ফেললো যে ভিলেন থ্যানোসের চুটকির সাথে সাথে পরবর্তী মুভির ট্রেইলারও নাকি উধাও হয়ে গিয়েছে। [স্পয়লার অ্যালার্ট!]
তবে ভক্তদের হাজার প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ মারভেলস রিলিজ করেছে অ্যাভেঞ্জারস সিরিজের পরবর্তী চলচ্চিত্রের ট্রেইলার। ইউটিউব চ্যানেলে শুক্রবার বাংলাদেশ সময় সোয়া সাতটার দিকে ট্রেইলারটি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়।
মুক্তির সাথে সাথেই ভক্তরা ইউটিউবে ঝাঁপিয়ে পড়ে ট্রেইলারটি দেখার জন্যে। ইউটিউব বলছে, এই লেখাটি প্রকাশিত হবার আগ পর্যন্ত মাত্র এক ঘণ্টায় প্রায় পাঁচ লক্ষ বার দেখা হয়েছে ট্রেইলারটি। তবে সংখ্যাটি মোটেও সঠিক নয়। কারণ, ভিডিওটিকে ইতোমধ্যে লাইকই পড়েছে প্রায় দশ লাখ। ইউটিউব ভিডিওতে ভিউ জমা পড়তে যে সময়টা লাগে সেটাও দিচ্ছে না নতুন এই ট্রেইলার! জনপ্রিয়তা কাকে বলে, সেটি হয়তো এই অবস্থা দেখলেই বোঝা যায়।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply