চ্যাটিং অ্যাপ মেসেঞ্জারের এমন কিছু ফিচার আছে যা আপনার চ্যাটিং, অডিও ভিডিও কলিং এর মুহূর্তগুলোকে করবে আরো উপভোগ্য। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ফিচার সম্পর্কে-

গত এক বছর ধরে চ্যাটিং অ্যাপ মেসেঞ্জার আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায়। অপর জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের অনেকগুলো ফিচারের মতন ফিচার যুক্ত করে মেসেঞ্জারকে ব্যবহারকারীদের কাছে আরো আকর্ষণীয় করতে কাজ করে যাচ্ছে ফেসবুক। আর সেজন্যেই প্রতিনিয়ত আসছে মেসেঞ্জার অ্যাপটির নতুন নতুন সব আপডেট। আপনাদের জন্য মেসেঞ্জার অ্যাপের কিছু ফিচার নীচে দেওয়া হলো। ফিচারগুলো ব্যবহার করে উপভোগ করুন আপনার চ্যাটিং ও অডিও বা ভিডিও কলের মুহূর্তগুলোকে-
প্রিয় মানুষটিকে অন্য সব মানুষের থেকে মেসেঞ্জারে আলাদা রাখতে তার চ্যাট বক্সটির রঙ পরিবর্তন করুন
চ্যাট বক্সের রং পরিবর্তন করতে আপনার বিশেষ মানুষটির চ্যাট বক্সে গিয়ে চ্যাট কালার পরিবর্তন করতে পারবেন সহজেই।
গোপন মেসেজ গুলো থাকুক নিরাপদ
প্রিয় মানুষটির সাথে গোপনীয়তা বজায় থাকবে আপনার ইচ্ছামত। আর এটার জন্য আপনার ব্যবহার করতে হবে ‘গো টু সিক্রেট কনভারসেশন’ নামের ফিচারটি। এই ফিচারটি ব্যবহার করে আপনি একটি বিশেষ চ্যাট বক্সে চ্যাট করতে পারবেন। চাইলেই একাধিক ডিভাইস থেকে এই চ্যাট বক্সে প্রবেশ করা সম্ভব না।
মুছে ফেলুন গোপন ও বিশেষ ছবি এবং মেসেজ
সিক্রেট কনভারসেশন ফিচারটি সক্রিয়ভাবে আপনার গোপন ও বিশেষ মেসেজগুলো মুছে ফেলার সুযোগটি দিচ্ছে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি মেসেজ সিন করার নির্দিষ্ট সময় পরে মেসেজগুলো মুছে যাবে, আর সেই নির্দিষ্ট সময়টি আপনিই নির্ধারণ করে দেবেন।
বিরক্তিকর গ্রুপ মেসেজ থেকে মুক্তি
আপনাকে হয়তো আপনার কোন পরিচিত কেউ একটা গ্রুপ কনভারসেশনে যুক্ত করেছে। কিন্তু আপনি সেই গ্রুপ কনভারসেশনে আগ্রহী না। আবার সেই পরিচিত মানুষের কথা ভেবে গ্রুপ থেকে বেরিয়েও আসতে পারছেন না। তাহলে গ্রুপ কনভারসেশন টি ইগনোর করতে ‘ইগনোর কনভার্সেশন’ আপশনটি চালু করে দিন। তাহলে গ্রুপের কোন মেসেজ আপনার কাছে আসবে না। আর মেসেজগুলো সব রিকুয়েস্ট মেসেজে জমা হবে। আপনি যে কনভারসেশনটি ইগনোর করেছেন মেসেঞ্জার সেটি গ্রুপের কাউকে জানাবে না।
চাইলেই বন্ধ রাখতে পারবেন বিরক্তিকর মেসেজ নোটিফিকেশন শব্দ
আপনি চাইলেই মেসেজের নোটিফিকেশন শব্দ বন্ধ রাখতে পারবেন। আর তা আপনি আপনার ইচ্ছা মত কয়েক ঘন্টার জন্য বা পরবর্তীতে চালু না করা পর্যন্ত বন্ধ রাখতে পারবেন।
মেসেজ রিকুয়েস্ট
আপনার বন্ধু তালিকায় নেই এমন কেউ আপনাকে মেসেজ পাঠালে তা জমা হবে রিকুয়েস্ট মেসেজে। আপনি সেই মেসেজ পড়ে ইচ্ছানুযায়ী সেই ব্যক্তির মেসেজ রিকুয়েস্ট এক্সেপ্ট বা ডিনাই করতে পারবেন। আপনি এক্সেপ্ট করলে মেসেজ পাঠানো ব্যক্তি বুঝতে পারবে আপনি মেসেজ সিন করেছেন। অন্যথায় প্রেরক বুঝতে পারবেনা আপনি মেসেজটি দেখেছেন কিনা।
এই ফিচারটির কারণে আপনি অপরিচিত ব্যক্তিদের বিরক্তিকর মেসেজ থেকে মুক্তি পারবেন।
অডিও বা ভিডিও গ্রুপ কল
মেসেঞ্জার অ্যাপের অন্যতম আকর্ষণীয় ফিচারটি হচ্ছে অডিও বা ভিডিও গ্রুপ কল। কতজন একত্রে গ্রুপ কল করা যাবে এই বিষয়ে মেসেঞ্জারের কোন বিধি-নিষেধ নেই।
একাধিক আইডি ব্যবহার
মেসেঞ্জারের অন্যতম আকর্ষণীয় ফিচারটির নাম ‘সুইচ অ্যাকাউন্ট’। আপনি চাইলেই এই ফিচারটি ব্যবহার করে একাধিক আইডি দিয়ে মেসেঞ্জার চালাতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার
মেসেঞ্জার ব্যবহার করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট লাগে না। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়েও মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অন্য বন্ধু যারা মেসেঞ্জারে মোবাইল নাম্বার ব্যবহার করেছে তাদের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন।
মেসেঞ্জারে গেম খেলা
আকর্ষণীয় সব গেম খেলতে ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে চ্যালেঞ্জ জানাতে পারবেন মেসেঞ্জার অ্যাপটির মাধ্যমে।
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[মেসেঞ্জারের কোন ফিচারটি আপনার সবচেয়ে পছন্দের? আমাদেরকে আপনার মতামত জানান নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply