গণফোরাম থেকে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রাপ্ত ডক্টর রেজা কিবরিয়ার একটি নির্বাচনী প্রচারণার পোস্টারের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিতর্কিত তথ্য থাকা পোস্টারটি কি আসল নাকি ভুয়া?

হবিগঞ্জ-১ আসনে ডক্টর রেজা কিবরিয়ার মনোনয়ন নিয়ে চলছিলো অনেক জল্পনা-কল্পনা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেও হুট করে নভেম্বরের শেষে যোগ দেন গণফোরামে। গণফোরামের পক্ষ থেকে তার নির্বাচনে অংশগ্রহণ করার কথা থাকলেও ডিসেম্বরের শুরুতে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
শেষমেষ ১১ই ডিসেম্বর আবারও মনোনয়ন ফিরে পান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। প্রতীক হিসেবে পান ধানের শীষ। নতুন করে মনোনয়ন পাবার পর ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে তৈরি করা একটি পোস্টার। যেখানে লেখা, “(নবীগঞ্জ ও বাহুবল) আসন থেকে মনোনীত, বিএনপি জোট সরকারের হাতে নিহত সাবেক অর্থমন্ত্রী মরহৃম শাহ্ এ এম এস কিবরিয়া সাহেবের সুযোগ্য সন্তান ড. রেজা কিবরিয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন”
পোস্টারটি নিঃসন্দেহে ভুয়া। প্রথমত, ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা একজনের নির্বাচনী পোস্টারে এরকম বিতর্কিত কথা লেখা থাকবে, সেটি মোটেও বিশ্বাসযোগ্য নয়। আর দ্বিতীয়ত, লেখাটির বিতর্কিত অংশের দিকে তাকালে সহজেই ফন্টের আকার এবং স্টাইলে একটি তারতম্য চোখে পড়ে। এটা সহজেই অনুমেয় যে বিতর্কিত অংশটাকে পরবর্তীতে ছবি সম্পাদনা করার সফটওয়্যার ব্যবহার করে বসিয়ে দেওয়া হয়েছে।
ফেসবুকে ডক্টর রেজা কিবরিয়ার আসল পোস্টারটির সন্ধান পেয়েছে ভেরিফাইড প্রেস। বলা বাহুল্য, উপরের পোস্টারে থাকা কোনো তথ্যই নেই আসল পোস্টারে। ডিসেম্বরের ১৩ তারিখ “হৃদয়ে হবিগঞ্জ” নামক একটি ফেসবুক পাতা থেকে আপলোড করা হয় এই পোস্টারটি।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply