বাংলাদেশের নারায়ণহঞ্জে আত্মহত্যা চেষ্টার এই ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ট্রেন কাছাকাছি আসতেই রেল লাইনে সোজা হয়ে শুয়ে পড়ে এক যুবক।

নারায়ণগঞ্জে আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনে সটান হয়ে শুয়ে পড়া যুবককে নিজের জীবনের ঝুঁকি নিয়ে টেনে হিচড়ে রেল লাইন থেকে সরিয়েছে সেখানকার দায়িত্বরত গেটম্যান। কয়েক সেকেন্ডের ব্যবধানেই গেটম্যানসহ ট্রেনের নিচে চলে যাবার সমূহ সম্ভাবনা ছিলো সেই যুবকের।
২১শে নভেম্বর সকাল দশটার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ঢোকার মুখের রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটেছে বলে লিখেছে প্রথম আলো। পত্রিকাটির প্রতিবেদনে আরো বলা হয়েছে যে যুবকের প্রাণ বাঁচানো গেটম্যানের নাম বেলাল মজুমদার। ২০০৬ সাল থেকে চাষাঢ়া রেল স্টেশনে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিক ঝামেলা থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন সেই যুবক।
মানুষের আত্মহত্যা প্রবণতা কমানোর উপায় কী? লিখুন মন্তব্যে৷
Leave a Reply