এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাপক সুনাম কুড়ায় বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু দেশে ফিরে এক বিব্রতকর অবস্থার মুখোমুখি তারা৷ দলের নয় খেলোয়াড় ঈদের ছুটেতে লোকাল বাসে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বিড়ম্ননার শিকার হন৷

ভিডিওসহ খবরটা প্রথম প্রকাশ করে যমুনা টেলিভিশন৷ বাংলাদেশের মুখ উজ্জ্বল করা একদল মেয়ে ফুটবলার লোকাল বাসে চড়ে ঘরে ফিরছেন৷ ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত এই যাত্রাকালে তাদের শুনতে হয় অনেক বাজে কথা৷ অথচ এরকম খেলোয়াড়দের বিশেষ আয়োজনে এবং নিরাপদে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)৷ যমুনা টিভির সংবাদটি তাই দ্রুতই ভাইরাল হয়ে যায়৷ অনেকে শেয়ার করেন ফেসবুক, টুইটারে৷
ব্লগার ফরিদ আহমেদ এই ঘটনার জন্য বাফুফেকে দায়ী করে ফেসবুকে একটি পোস্ট করেছেন৷ তিনি মনে করেন, পুরুষ ফুটবলাররা টানা ব্যর্থতার পরও যে মর্যাদা পান, মেয়ে ফুটবলাররা তাতো পাচ্ছেন না৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদও মেয়ে ফুটবলারদের ভোগান্তি নিয়ে কথা বলেছেন৷ তিনি জানিয়েছেন, সরকারের টাকার অভাব নেই অথচ কিশোরী মেয়েরা বাড়ি ফেরার জন্য ভালো ট্রান্সপোট পায়নি৷
এদিকে, দৈনিক প্রথম আলো পত্রিকা জানিয়েছে, ‘‘ঢাকা থেকে একটি লোকাল বাসে গত পরশু ময়মনসিংহের কলসিন্দুরের নয় কিশোরী ফুটবলার বাসে ওঠে। পথে খেলোয়াড়দের একজন নাজমা বাস থেকে নামে। নাজমার মামা রাস্তায় তার জন্য অপেক্ষা করছিলেন কিছু একটা দেওয়ার জন্য। এ জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হওয়ায় যাত্রীদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে আজেবাজে কথা বলেছে বলে অভিযোগ করেছে মেয়েরা।’’
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় মেয়েদেরকে বাজে কথা বলার পেছনের এই ‘ব্যাখ্যা’ কেউই আমলে নেননি৷ বরং অব্যাহত রয়েছে প্রতিবাদ৷ অ্যাক্টিভিস্ট অনিরুদ্ধ কিরন লিখেছেন:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বাফুফে ফেসবুকে ঘটনার ব্যাখ্যা করে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছে৷ এতে উল্লেখ করা হয়েছে, মেয়েদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের আয়োজন করা হলেও তারা তা নিতে রাজি হয়নি৷ তাই তাদের বাস স্টেশন অবধি পৌঁছে দেয়া হয়েছে এবং অভিভাবকদের জানানো হয়েছে৷
তবে ফেসবুকে এই ব্যাখ্যাও সন্তুষ্ট করতে পারেনি অনেককে৷ মোটের উপর বাফুফের ফেসবুক পাতা থেকে পোস্টটির নীচে করা বিভিন্ন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন অনেকে৷ জনপ্রিয় ফেসবুকার বানসুরি ইউসূফ বিভিন্ন মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করেছেন তাঁর প্রোফাইলে৷ তিনি লিখেছেন:
কিশোরী ফুটবলারদের লোকাল বাসে তুলে দেয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷
ছবিসূত্র: বাফুফে
Leave a Reply