নতুন শিক্ষামন্ত্রী দপ্তর ঝাঁড়ু দিচ্ছেন, এমন বার্তা সম্বলিত একটি সংবাদ গতকাল ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাই করেছে ভেরিফাইড প্রেস।

“মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন প্রথমদিন অফিসে নিজেই দপ্তর পরিষ্কার করলেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রী ডা. দীপু মনি”, জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ওয়েবসাইটে লেখা রয়েছে এমনটা। প্রতিবেদনের শিরোণাম, “দপ্তর পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি”।
শুধুমাত্র একুশে টেলিভিশনই নয়, জনপ্রিয় বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম থেকে শুরু করে মানবজমিনের মতন পত্রিকার অনলাইন সংস্করণেও ঝাঁড়ু হাতে দীপু মনির ছবি সম্বলিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার মূল বার্তা একটাই। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর শিক্ষা মন্ত্রনালয় পরিস্কার করছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে পড়া এসব ছবি সত্য হলেও, ছবির সাথে থাকা তথ্যগুলো মোটেও সঠিক নয়। ছবিটা কিছুতেই সাম্প্রতিক কালের কোনো ছবি না। কারণ গত বছর আগস্টে “পূর্ব পশ্চিম বিডি” নামক একটি সংবাদমাধ্যম ছবিটাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ছবিটি ভাইরাল হওয়া নিয়েই মূলত সংবাদটি তৈরি করা হয়।
পাশাপাশি, ছবিটাকে বিশ্লেষণ করলে এটা স্পষ্টতই বোঝা যায় যে সেটি আর যাই হোক না কেন, শিক্ষা মন্ত্রনালয়ের ছবি নয়। বরং ছবির স্থানটিকে মন্ত্রণালয়ের চেয়ে বরং ঘরের লিভিংরুম বলেই বেশি মনে হয়।।
ফেসবুকে ছবিটি ভাইরাল হবার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছবি সম্বলিত সংবাদগুলি শেয়ার হয়েছে হাজার হাজার বার। তবে ফেসবুকে সংবাদটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন অনেকেই।
ইতোমধ্যে জনপ্রিয় ওয়েবসাইট পরিবর্তন ডট কম দীপু মনিকে নিয়ে করা তাদের সংবাদটিকে পরিবর্তন করার পাশাপাশি শেষে পাদটীকা যোগ করে দিয়েছে। যেখানে আগের ছবি ব্যবহারে সৃষ্ট ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্যে ক্ষমা চেয়েছে পোর্টালটি।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply