ছেলেবেলা বড় বিচিত্র । এই সময় থাকে না কোনো বাড়তি উদ্বেগ, থাকে না চাপ । ফলে এই সময় চাইলেই বিচিত্র কিছু শিখে নেওয়ার সুযোগ হয় । যার উপর ভিত্তি করে সারা জীবন চলতে হয় ।

স্কুলে পড়াশুনার পাশাপাশি ছেলেবেলায় কতকিছু আমরা শিখেছি। কেউ হয়ত ছড়া বলা, কেউ গান, আবৃত্তি, কেউ আবার অভিনয়। সবকিছুর হাতেখড়ি যেন শৈশবেই। শৈশবে এতকিছু শিখে রাখার ফলে একজন মানুষের মধ্যে বহু প্রতিভাগুণ তৈরি হয়। তবে এসব ছাড়াও স্বাভাবিক কিছু বিষয় ছেলেবেলায় আমরা স্কুলে শিখেছি। যেমন হাতের আঙুলের ভিতর ক্যালেন্ডার, হাতের ছাপ দিয়ে ছবি আঁকা সহ আরও অনেক কিছু! এছাড়াও স্কুলজীবনে কাঠফাঁটা গ্রীষ্মে কিংবা বৃষ্টির মৌসুমে প্রাত্যহিক সমাবেশে দাঁড়াননি এমন লোক বোধহয় খুঁজে পাওয়া ভার। বলা হয়, স্কুলজীবন সুপ্ত প্রতিভার বিকাশের বীজ বপনের উপযুক্ত সময়।
চলুন জেনে নেওয়া যাক স্কুলজীবনে শেখা এমন পাঁচটি কৌশল সম্পর্কে, যা আজও কাজে লাগে বিভিন্নভাবে।
মাস গণনা
হাতের আঙুল দিয়ে সহজেই নির্ণয় করা যায় কোন মাস কত দিনে। এসময় হাত মুঠোবদ্ধ করে নেওয়া হলে তখন উঁচু অংশ হয়ে ওঠে ৩১ দিনের মাস আর নিচু অংশ হয়ে ওঠে ৩০ দিনের মাস (ফেব্রুয়ারী ব্যতিত)। এই টেকনিক তারিখ নির্ধারণের সময় ব্যবহার করা যায়।
সময় গণনা
সূর্যাস্তের সময় হাতের আঙুলগুলো সোজা করে নিতে হবে এবং পরে হাত এমনভাবে বাঁকা করতে হবে যেন মনে হয় সূর্য হাতের উপর শুয়ে আছে। প্রতিটা আঙুল তখন ১৫ মিনিট সময়ের ব্যবধান নিশ্চিত করবে।
রোমান সংখ্যা মনে রাখার পদ্ধতি
যাদের স্মৃতিশক্তি প্রখর নয় বিশেষ করে অঙ্ক কষতে গিয়ে রোমান সংখ্যা মনে রাখা অনেকের কাছেই সম্ভব না। তাদের মনে রাখার সুবিধার্থে: Мy Dear Сat Loves Хtra Vitamins Intensely. এখানে M দিয়ে ১০০০, D দিয়ে ৫০০, C দিয়ে ১০০, L দিয়ে ৫০, X দিয়ে ১০, V দিয়ে ৫, I দিয়ে ১ বোঝানো হয়ে থাকে।
ব্যাটারির গুণ নির্ণয়
কোনো একটি টেবিলের উপরে দুটি ব্যাটারি রাখা হলো। তারপর দুটো ব্যাটারিই ফেলে দেওয়া হলো । যে ব্যাটারি বেশি বাজবে সেই ব্যাটারিটি অপেক্ষাকৃত কম উপকারি। এভাবেই মূলত ব্যাটারি নির্বাচন করা হয়।
দৈর্ঘ্য মাপা
দৈর্ঘ্য মাপার পরিমাপকের কাজ হাতের আঙুল দিয়েও করা যায়। আমাদের হাতের তর্জনী ১৮ সেন্টিমিটিার বা ৭ ইঞ্চি এবং তর্জনীর চেয়ে বুড়ো আঙুলের দুরত্ব ২০ সেন্টিমিটার বা ৭.৮৭ ইঞ্চি।
লেখা: হাসনাত আসিফ কুশল
সম্পাদনা: মোহাম্মদ তাজুল ইসলাম
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply