সিরিয়ায় আমেরিকার নেতৃত্বে সম্প্রতি ভয়াবহ বিমান হামলার পর, যুদ্ধবিধ্বস্ত দেশটির শিশুরা হাতে পোকেমনের ছবি নিয়ে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে তাদের সঙ্কটাপন্ন অবস্থা সম্পর্কে বিশ্ববাসীকে জানানোর এবং তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

Syrian children holding Pokemon photos in hopes the world will find them and save them pic.twitter.com/pjnSMwSdTn
— Teymour (@Teymour_Ashkan) July 21, 2016
#PrayForSyria
I am from #Syria come to save me!!! pic.twitter.com/lRbSlGsWrB— إعلام قوى الثورة (@RFS_mediaoffice) July 20, 2016
বিদ্রোহী বাহিনীর পোষ্ট করা উপরের ছবিগুলোতে সিরিয়ার শিশুরা জনপ্রিয় পোকেমন চরিত্র; যেমন, স্কোয়ারেল এবং পিকাচু’র মাসকটের সাথে ছবি তুলেছে। ছবিগুলোর নিচে ক্যাপশন “Come Save Us”।
“পোকেমন গো” ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শিশুদের হতাশাজনক পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরার বুদ্ধিটা শরণার্থী অ্যাডভোকেসি সংস্থা FacesOfChange এর তাইম সোয়ামির। অ্যাপটি রিলিজের পরপরই বিশ্বব্যাপী লাখ লাখ ডাউনলোড হওয়ার পর সোয়ামি “সিরিয়া গো” শিরোনামে ধারাবাহিক কিছু ছবি তৈরি করেছেন, যেখানে বোঝানো হয়েছে যে সিরিয়ানদের কাছে বর্তমানে পোকেমন ধরার চেয়ে নিজেদের জীবন বাঁচানো, বাড়িঘর রক্ষা করা ও শিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Syrians have more pressing concerns than catching Pokemon If only augmented reality could save lives here is SyriaGo pic.twitter.com/QbzlKEbFJx
— taim shami (@taimshamii) July 19, 2016
২০১১ সালে বাসার আল-আসাদ সরকার ও বিদ্রোহী বাহিনীর মধ্যে গৃহযুদ্ধের পর থেকেই সিরিয়াকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখা হয়। এছাড়া আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের সদর দপ্তরও সেখানেই, যা সিরিয়াকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ও রাশিয়ার মূল লক্ষ্যে পরিণত করেছে। এই সপ্তাহের প্রথম দিকেই আইসিসের যোদ্ধা সন্দেহে যৌথ বাহিনীর করা বিমান হামলায় কমপক্ষে ৮০ জন সাধারণ মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ১১জন শিশু। এখন পর্যন্ত আইসিস ও পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ এবং একের পর এক বিমান হামলার কারণে প্রায় সাড়ে চার মিলিয়ন মানুষ সিরিয়া থেকে পালিয়ে গিয়েছে।
Leave a Reply