সৌদি আরবের একজন নারী হিজাব ছাড়া একটি ছবি আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেজন্যে তার মৃত্যদণ্ডের দাবি করছে দেশটির অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে তোলা ছবিটির বিপরীতে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অন্য ব্যবহারকারীরা। তাদের মধ্যে একজন বলছে সেই নারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর লাশ কুকুরকে দিয়ে খাওয়ানোর! ছবিটি প্রথমে মালাক আল সেহরি নামের একটি অ্যাকাউন্টে আপলোড করা হয়। এরকম প্রতিক্রিয়ার পর প্রথমে ছবি এবং পরবর্তীতে অ্যাকাউন্টটি মুছে ফেলেছে এর ব্যবহারকারী।
ছবিটি রিটুইট করেছেন এমন নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-কে জানিয়েছেন যে, আল সেহরি নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনলাইনে জানান যে তিনি কোনোপ্রকার হিজার বা আবায়া ছাড়াই সকালের নাস্তা করতে যাচ্ছেন। পরবর্তীতে তিনি এর প্রমাণ স্বরূপ হিজাব ছাড়াই রিয়াদের রাস্তায় তার একটি ছবি আপলোড করেন এবং হুমকির সম্মুখীন হোন। “অনেক মানুষ ছবিটি রিটুইট করার পর এটি উগ্রপন্থীদের নজরে পড়ে। সে তার টুইটটি মুছে ফেলার পরেও হুমকি আসা বন্ধ না হওয়ায় পরবর্তীতে তার টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন।”, এমনটা জানিয়েছেন সেই শিক্ষার্থী।
A Saudi woman went out yesterday without an Abaya or a hijab in Riyadh Saudi Arabia and many Saudis are now demanding her execution. pic.twitter.com/gPMOz5bRAr
— Anon (@dontcarebut) November 29, 2016
Translation of those tweets:
“We want blood”.
“Kill her and throw her body to the dogs”.
“The least punishment for her is beheading her”.— Anon (@dontcarebut) November 29, 2016
একটি আরবি হ্যাশট্যাগ অনলাইনে ছড়িয়ে পড়েছে যার বাংলা অনেকটা এমন, “আমরা বিদ্রোহী আল সেহরীর কারাদণ্ড দাবি করছি”। একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমরা রক্ত চাই”, আরেকজন এমন পরিস্থিতির জন্যে কঠোর শাস্তি দাবি করেছেন। তবে এরকম পরিস্থিতিতে অনেকেই সেই নারীকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন।
They’re literally saying that “Covering her body is more important than her life”. Coz duh this’s ksa women’s hell. https://t.co/klb90rk9qM
— fa. (@__revolted) November 29, 2016
এই বিতর্কট ধীরে ধীরে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নেওয়ার দাবির দিকে যাচ্ছে। উল্লেখ্য যে, সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি রাজপরিবারের একজন সদস্য এই নিষেধাজ্ঞা তুলে দেবার আহ্বান জানিয়েছেন।
ছবি: টুইটার
[আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করুন নিচের মন্তব্য বক্সের মাধ্যমে।]