সঙ্গীত, স্ট্যান্ডআপ কমেডি, কবিতা, গল্প এবং আরও আধুনিক রূপের বিনোদন দর্শকদের সামনে উপস্থাপন করতে চায় তরুণদের প্ল্যাটফর্ম স্ট্যান্ড আপ ঢাকা।

স্টান্ড আপ ঢাকা একটি স্বাধীন পারফর্মিং আর্টস প্ল্যাটফর্ম। যেটি সঙ্গীত, স্ট্যান্ডআপ কমেডি, কবিতা, গল্প এবং আরও আধুনিক রূপের বিনোদন দর্শকদের কাছে সহজেই তুলে ধরতে চায়। প্ল্যাটফর্মটির মূল নীতি প্রতিভাধর অভিনেতা এবং শ্রোতাদের মধ্যে একটি বন্ধন তৈরি করা।
প্রতিভাবান তরুণদের একটি দল তৈরি করেছে এই প্ল্যাটফর্মটি। ঢাকা শহরের বিভিন্ন স্থানে গিয়ে অনুষ্ঠান করবে তারা। অনুষ্ঠান স্থলের তালিকায় রয়েছে নামিদামি রেস্তোরাগুলিও। প্রথম শো-টি তারা করছে ধানমন্ডির সাবরোসো রেস্তোরায়। জানুয়ারির ১৯ তারিখে হবে এই শো-টি। সাবরোসোতে গেলেই তাদের লাইভ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন শ্রোতারা। এজন্যে বাড়তি কোনো পয়সা খরচ করতে হবে না।
কিন্তু আর পাঁচটা স্ট্যান্ড আপ পারফরমেন্সের চেয়ে কোন দিক থেকে আলাদা স্ট্যান্ড আপ ঢাকা? দলটির সদস্যদের দাবি, দর্শকদের চাহিদা বুঝে সেই অনুযায়ী পারফর্ম করবে তারা। তাই স্ট্যান্ড আপ ঢাকা যে এই প্ল্যাটফর্মে একটি ভিন্ন মাত্রা যোগ করবে, সেরকমটা আশা করাই যায়।
প্রাথমিকভাবে স্ট্যান্ড আপ ঢাকার দলে রয়েছেন বিপ্রো, শচী, ফরহান, তfহা, নিয়াজ, সাদমান, ফাহিম এবং নাঈম। তবে নতুন তরুণ প্রতিভাদেরকেও উৎসাহিত করবে প্ল্যাটফর্মটি। প্ল্যাটফর্মটিতে যোগ দিতে অথবা তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পাতা থেকে।
[[লেখা সম্পর্কিত আপনার যেকোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের মন্তব্য বক্সে বা ভেরিফাইড প্রেসের ফেসবুক পাতায়।]]
Leave a Reply