প্রায় সব বাসাতেই বেশকিছু অব্যবহৃত চুম্বক পড়ে থাকে। চাইলেই সেই চুম্বকগুলোকে আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে কাজে লাগাতে পারেন। এখানে থাকছে চুম্বক কাজে লাগানোর কিছু অভিনব উপায়ের কথা৷

প্রায় সব বাসাতেই বেশকিছু অব্যবহৃত চুম্বক পড়ে থাকে। চাইলেই সেই চুম্বকগুলোকে আপনার প্রতিদিনের জীবনকে সহজ করতে কাজে লাগাতে পারেন। এখানে থাকছে চুম্বক কাজে লাগানোর কিছু অভিনব উপায়ের কথা৷
স্ক্রু ড্রাইভারের সঙ্গে চুম্বক
আপনার স্ক্রু ড্রাইভারটার সাথে একটা ছোট চুম্বক লাগিয়ে দিন। এতে করে আপনার স্ক্রু ড্রাইভারটি একটি চুম্বকের মতো আচরণ করবে আর স্ক্রুগুলোকে সহজে লাগাতে পারবেন।
তার সাজাতে চুম্বক
আপনার কম্পিউটার টেবিলের তারগুলো কি এলোমেলো হয়ে থাকে? তারগুলো একটার সাথে আরেকটা প্যাচিয়ে যাওয়া থেকে আটকাতে ব্যবহৃত কলমের মধ্যে থাকা স্প্রিং বের করে তারের মাথায় লাগিয়ে নিন। তারপর ছোট আকৃতির চুম্বকের একপাশে আঠা লাগিয়ে সেটিকে টেবিলের সাথে জুড়ে দিন আর সহজেই তারগুলোকে লাগিয়ে রাখুন চুম্বকের সাথে। আপনার তারটাকে চুম্বক আকর্ষণ করবে না। কিন্তু তারের সাথে থাকা স্প্রিংটাকে ঠিকই আকর্ষণ করবে।
কাজের সময় শার্টের পকেটে চুম্বক
হাতুড়ি এবং পেরেক নিয়ে কাজ করার সময় কয়েন আকৃতির একটা চুম্বক আপনার শার্টের পকেটে রাখুন আর পেরেকগুলো পকেটের বাইরের অংশে রেখে দিন। এতে করে সবসময়ই পেরেকগুলো হাতের কাছে পাবেন। একই কাজ স্ক্রু গান ব্যবহারের সময়ও করতে পারেন।
চুম্বকের টাইব্যাক
একটা রিবনের দুই মাথায় আঠা দিয়ে দুটো চুম্বক লাগিয়ে নিন। তারপর ফুল বা অন্য কোন প্লাস্টিকের দুইটি ডেকোরেটরের পেছনে রিবনের দুই মাথা আঠা দিয়ে লাগিয়ে দিন। তৈরি হয়ে গেলো আপনার জানালার পর্দায় ব্যবহারের উপযুক্ত একটি টাইব্যাক!
চুম্বক যখন হ্যাঙ্গার
খাড়া কোন সারফেসে (যেমন দেয়াল, টেবিলের পাশের অংশ) আঠা দিয়ে ম্যাগনেট লাগিয়ে দিলে সহজেই সেগুলোকে লোহার টুলস (যেমন প্লাস, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার) ঝুলিয়ে রাখার হ্যাঙ্গার হিসাবে ব্যবহার করতে পারবেন।
বোতলগুলো ঝোলাতে পারেন যেভাবে
একই পদ্ধতি ব্যবহার করে রান্নাঘরে ব্যবহার লোহার ঢাকনাওয়ালা বয়ামগুলোকে সহজেই ঝুলিয়ে রাখতে পারবেন। এমনকি রেফ্রিজারেটরেও একই কাজ করে সহজেই পানীয়ের বোতল রাখার একটি জায়গা করে নিতে পারবেন।
পেরেক তোলার সোজা উপায়
প্রায় সময়ই ছোট ছোট স্ক্রু, পেরেক ইত্যাদি রাখার বাক্সে হাত লেগে সব মেঝেতে পড়ে যায় যা আবার তুলে বাক্সে রাখাটা বেশ কষ্টসাধ্য। বড়সড় একটা ম্যাগনেট বক্সের পেছনে ধরে বক্সটাকে উল্টো করে ফ্লোরের উপরে ধরলেই চৌম্বকত্বের কারণে সবগুলো পেরেক সাথে সাথে আবার বক্সের মধ্যে চলে আসবে
চিপসের প্যাকেটে চুম্বক
আপনার প্রিয় চিপসের প্যাকেট খুলে কিছু চিপস খাওয়ার পর বাকিগুলো রাখলে তা নষ্ট হয়ে যায়? চাইলে তা কোন বায়ূরোধক জারে ভরে রাখতে পারেন। তবে আরো সহজ হয় যদি চিপসের প্যাকেটের উপরের অংশটা ভাঁজ করে দুই পাশে দুটো ম্যাগনেট দিয়ে আটকে রাখেন।
চাবি রাখার সোজা উপায়
ঘর থেকে বের হবার সময় ঘরের চাবি খুঁজে পান না? আপনার দরজার পাশের সুইচবোর্ডটিকে ব্যবহার করুন! সাবধানতার সাথে সুইচবোর্ডের বাইরের অংশটা খুঁলে নিচের দিকে আঠা দিয়ে একটা ম্যাগনেট লাগিয়ে নিন। ঘরে ঢোকার সময় চাবি সেখানেই ঝুলিয়ে রাখতে পারবেন। অথবা ৬ নম্বর ধাপের মতো আঠা দিয়ে একটা ছোট ম্যাগনেট লাগিয়ে নিতে পারেন দেয়ালে বা দরজার ভেতরের অংশে।
বোতল পরিষ্কার করবে চুম্বক
সস বা আচার রাখা কাচের বোতলের ভেতরটা পরিষ্কার করতে পারছেন না? একটা কাচি দিয়ে স্পঞ্জটাকে বোতলের মুখের সমান করে কেটে নিন। তারপর স্পঞ্জের কাটা অংশের একপাশে একটা ছোট গর্ত করে একটা ম্যাগনেট ঢুকিয়ে আঠা দিয়ে ম্যাগনেট ঢোকানোর জায়গাটা আটকে দিন। এবার স্পঞ্জটাকে বোতলের ভেতরে ঢুকিয়ে সহজেই বোতলের বাইরে থেকে আরেকটি শক্তিশালী ম্যাগনেটের সাহায্যে বোতলের ভেতরের স্পঞ্জটা নাড়িয়ে সহজেই বোতলের ভেতরটা পরিষ্কার করতে পারবেন।
সূত্র: সিলভি শোর ইউটিউব ভিডিও অবলম্বনে লেখা৷ পুরো ভিডিওটি দেখতে পারেন এখানে:
Leave a Reply